প্রবাসীদের সচেতনতা চান বাংলাদেশ-গোলরক্ষক

আশরাফুল ইসলাম সচেতন হতে বলছেন প্রবাসীদের। ছবি: ফেসবুক
আশরাফুল ইসলাম সচেতন হতে বলছেন প্রবাসীদের। ছবি: ফেসবুক
>প্রবাসীদের সচেতনতার আহ্বান জানালেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম

করোনাভাইরাস এখন দুনিয়াব্যাপী আতঙ্কের নাম। অসম্ভব ছোঁয়াচে এই ভাইরাস এরই মধ্যে বিশ্বব্যাপী কেড়ে নিয়েছে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে গোটা ইউরোপ এখন করোনা উপদ্রুত। ২ লাখের অধিক মানুষ এ ভাইরাসে ভুগছে। আক্রান্ত হওয়ার শঙ্কা আরও অনেক মানুষের। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে খেলাধুলা—সবকিছুই থমকে গেছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনাচরণও। বাংলাদেশেও করোনা-রোগী বাড়ছে প্রতিদিনই। গতকাল করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশে করোনা-রোগীদের বেশির ভাগই বিদেশ ফেরত, অথবা বিদেশ ফেরত আত্মীয়স্বজন কিংবা পরিবারের সদস্যদের মাধ্যমে আক্রান্ত। এমন একটা পরিস্থিতিতে প্রবাসীদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে তিনি বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টিন-নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

প্রবাসীদের উদ্দেশে আশরাফুল বলেছেন, ‘প্রবাসী ভাইদের প্রতি সম্মান রেখেই বলছি। আপনারা আমাদের ভাই, আমাদের পরিবারের সদস্য। আপনারা যারা দেশে ফিরছেন, তারা দয়া করে কোয়ারেন্টিন মেনে চলুন। আপনাদের পরিবার-পরিজন আছে। আপনাদের মাধ্যমে কেউই যেন সংক্রমিত না হয়। আপনি একটু নিয়ম মেনে চললে দেখবেন আপনার পরিবারের সবাই নিরাপদে থাকবে।’

করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথাই বলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এক নম্বর গোলরক্ষক, ‘সারা দুনিয়া করোনা-আতঙ্কে ভুগছে। পৃথিবীর ১৭৩-১৭৪টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশও আছে। এখনো পর্যন্ত দেশে ১৪ জন (আজকের হিসাবে ১৭ জন) করোনাভাইরাসে আক্রান্ত। এঁদের মধ্যে গতকাল একজনের মৃত্যু হয়েছে। আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। সচেতন হোন। জনবহুল স্থান এড়িয়ে চলুন। দূর পাল্লার ভ্রমণ পরিহার করুন। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। এ ভাইরাসটি অত্যন্ত সচেতন। বাইরে কাজে গেল অবশ্যই বাড়ি ফেরার পর অবশ্যই দ্রুত পরিচ্ছন্ন পোশাক পরুন। সাবান-পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন।’

আশরাফুল করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন,‘আপনার কেউই করোনাভাইরাসকে হালকাভাবে নেবেন না। আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই।’

করোনাভাইরাসে ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই স্থগিত হয়ে গেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের খেলাগুলো। এ মাসেই সিলেটে আফগানিস্তান ও দোহায় কাতারের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। গত বছর আফগানিস্তান, কাতার, ভারত ও ওমানের সঙ্গে চারটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিটিতেই আশরাফুল ছিলেন বাংলাদেশের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। সরকারি সিদ্ধান্তে স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এ মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলছেন আশরাফুল।