বয়স্ক মা-বাবাকে নিয়ে চিন্তিত জামাল ভূঁইয়া

সাইফ স্পোর্টিং ক্লাবের আবাসিক ভবনের সামনে জামাল ভূঁইয়া। ছবি: প্রথম আলো
সাইফ স্পোর্টিং ক্লাবের আবাসিক ভবনের সামনে জামাল ভূঁইয়া। ছবি: প্রথম আলো
>ডেনমার্কে থাকা বয়স্ক মা-বাবাকে নিয়ে চিন্তিত জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভর দুপুরের তীব্র গরমের মধ্যে ট্র্যাকস্যুট ও স্কার্ফে মুখ ঢেকে ক্লাব ভবন থেকে বের হচ্ছেন জামাল ভূঁইয়া। জিজ্ঞাসা করা হলো, এই গরমে ট্র্যাক স্যুট ও স্কার্ফ! করোনাভাইরাস আতঙ্কে সতর্কতার জন্য এই বেশ বলে জানালেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক, ‘করোনা যেভাবে ছড়াচ্ছে, খুব ভয়ে আছি। ভাইরাস থেকে সতর্কতার জন্য ট্র্যাক স্যুট ও স্কার্ফ পড়েছি।’

জাতীয় দলের খেলা স্থগিত। দুই সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে লিগও। ফুটবল আবার মাঠে গড়াতে এক মাসের বেশি সময় লাগবে বলে ধারণা অনেকের। আজ সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলন থাকলেও কয়েক দিনের মধ্যে তাও বন্ধ হয়ে যেতে পারে। জামালের মতে পরিস্থিতি বুঝে খেলা শুরু হওয়া উচিত ঈদের পর, ‘সমস্যাটা দুই-এক সপ্তাহের না। এটা দীর্ঘ মেয়াদি সমস্যা। এর সঙ্গে কোনো আপসের সুযোগ নেই। যে ভুক্তভোগী হয়, সেই বুঝে কত বড় সমস্যা। ফলে খুব সতর্ক থাকা প্রয়োজন।’

ভাইরাস থেকে সতর্ক থাকার অংশ হিসেবে সবার প্রতি একটি বার্তাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘সবাইকে পরিষ্কার থাকতে হবে। বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এই অবস্থায় বাসা থেকে বের হওয়া যাবে না।’

জামাল ঢাকায় থাকলেও তাঁর বাবা-মা থাকেন ডেনমার্কের কোপেনহেগেনে। আর নিজ পরিবারের সঙ্গে জার্মানির কোলোনে থাকে স্ত্রী। এই অবস্থায় বয়স্ক বাবা-মায়ের জন্য বেশি আতঙ্কিত জামাল, ‘বাবা-মার বয়স হয়েছে। তাঁরা আমাকে নিয়ে চিন্তা করেন, আমি তাদের নিয়ে চিন্তা করি। কোলনে স্ত্রী থাকে। ওর বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এ ছাড়া ওকে একেবারেই বাসা থেকে বের হতে নিষেধ করে দিয়েছি।’ ক্লাব থেকে ছুটি পেলে ডেনমার্কে পরিবারের কাছে যাওয়ার ইচ্ছের কথাও জানালেন জামাল।