মোদির সঙ্গে সুর মেলালেন কোহলিও

করোনার বিপক্ষে লড়াইয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন কোহলি। ছবি: এএফপি
করোনার বিপক্ষে লড়াইয়ে সবাইকে উদ্বুদ্ধ করছেন কোহলি। ছবি: এএফপি

খেলা বন্ধ আছে ঠিকই। মাঠে চার-ছক্কায় দর্শকদের বিনোদন দেওয়ার সুযোগ এখন তাঁর হাতে নেই ঠিকই। কিন্তু বিরাট কোহলির দায়িত্ব তো তাতে কমে যাচ্ছে না! ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি, দলের পাশাপাশি দেশের মানুষের প্রতিও বাড়তি একটা দায়িত্ব তাঁর থাকেই। আর সময়টা যখন করোনাভাইরাসে বিশ্বের জুবুথুবু হয়ে থাকার, ভারতেও যে প্রাণঘাতী ভাইরাসের দাপট প্রতিদিন বেড়েই চলেছে, সে সময়ে আর দায়িত্ব কীভাবে এড়িয়ে থাকেন কোহলি?

সেই দায়িত্ববোধ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। সুর মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ভারতের মানুষকে বলেছেন, মোদির বেঁধে দেওয়া নিরাপত্তার নিয়মকানুন মেনে চলতে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন ২০০-রও বেশি মানুষ। মারা গেছেন ৫ জন। দ্রুতই ছড়িয়ে পড়তে থাকা ভাইরাসটি যাতে আরও ভয়ংকর হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে গতকাল ভারতজুড়ে রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কারফিউ’ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটির সঙ্গেই সুর মিলিয়েছেন কোহলি। টুইটে ভারত অধিনায়ক লিখেছেন, ‘কোভিড-১৯ (করোনাভাইরাস) এর হুমকির সঙ্গে লড়াই করতে আপনারা সতর্ক থাকুন, মনোযোগী হোন। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির ঘোষণা করা নিয়মনীতি মেনে চলা।’ পাশে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়ছে ভারত।’

সাধারণ মানুষকে আহ্বান জানানোর পাশাপাশি করোনার বিপক্ষে লড়তে থাকা সত্যিকারের ‘যোদ্ধা’দের কথাও মনে করিয়ে দিয়েছেন কোহলি, ‘এর পাশাপাশি আমি বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই আমাদের দেশের ও বিশ্বের সকল চিকিৎসকদের কথা। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে তাঁরা সবটুকু দিয়েই লড়ে যাচ্ছেন। চলুন নিজেদের ও কাছের মানুষের যত্ন নিয়ে, স্বাস্থ্যসম্মত উপায়ে থাকার মাধ্যমে তাঁদেরও সাহায্য করি।’