করোনা ঠেকাতে তামিমের দুই পরামর্শ

তামিম ইকবাল। প্রথম আলো ফাইল ছবি
তামিম ইকবাল। প্রথম আলো ফাইল ছবি
>করোনাভাইরাস সংক্রমণরোধে আত্মত্যাগ করতে বললেন তামিম ইকবাল

করোনাভাইরাস সংক্রমণে পাল্টে যাচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। দৈনন্দিন জীবন আচরণ ভুলে থাকতে হচ্ছে সাবধান, করতে হচ্ছে বাঁচার চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াবিদদের কথা বলার বিষয়ও তাই পাল্টে গেছে। জনসাধারণকে সচেতন রাখতে করোনা নিয়ে কথা বলছেন খেলোয়াড়েরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরাও এগিয়ে এসেছেন জনসচেতনতায়। তামিম ইকবাল যেমন দুটি বিষয়ে খেয়াল রাখতে বললেন।

নিজের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওবার্তায় তামিম বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এবং বাংলাদেশে তার সংখ্যাও বাড়ছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তবে সবাইকে সাবধান আর সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খেয়াল রাখতে হবে। প্রথম, সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে। চোখ-মুখ-নাকে হাত দেওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সামাজিক দূরত্ব মেনে চলা।’

তামিম এরপর সচেতনতার বিষয়টি বুঝিয়ে বললেন, ‘করোনাভাইরাসের বিপক্ষে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খুব বেশি দরকার না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমাদের কিছু আত্মত্যাগ করতে হবে। পরিবারে যাঁরা বয়স্ক আছেন, তাঁদের দিকে খেয়াল রাখতে হবে।’

প্রবাসীদের প্রতিও আছে তামিমের অনুরোধ, ‘প্রবাসী যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের অনুরোধ করব তাঁরা যেন ১৪ দিন সব নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকেন। কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, আর গুজবে কানও দেবেন না। আমি আর আমার পরিবার সব নিয়ম মেনে চলছি। সবাই দায়িত্ব মেনে চললে আমরা এ লড়াইয়ে জিতব।’

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪। মৃতের সংখ্যা ২।

তামিমের ভিডিওবার্তার লিংক