বাংলাদেশ না যাওয়াতে পাকিস্তানের অনেক ক্ষতি

>পাকিস্তান-বাংলাদেশ সিরিজের তৃতীয় পর্ব স্থগিত হওয়ায় ৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পিসিবি

পাকিস্তানে বাংলাদেশের তৃতীয় দফা সফর স্থগিত হওয়ায় আর্থিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড় ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে। তার ওপর পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল না হওয়ায় ক্ষতির অঙ্ক ৩ থেকে ৪ মিলিয়ন ডলার ছাড়াতে পারে। তবে আগামী ১২-১৪ মাস আর্থিকভাবে সচল থাকার অবস্থা আছে পিসিবির, ক্রিকইনফোকে জানিয়েছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান।

করোনাভাইরাসের জন্য মার্চের ১৬ তারিখ থেকে পাকিস্তানে সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। আগামী এক মাসেও মাঠে ক্রিকেট ফেরার সুযোগ নেই। আগামী মাসে পাকিস্তানের মাটিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। পাকিস্তান ওয়ানডে কাপও মাঠে গড়ানোর কথা এই সময়ে। ওয়াসিম খান এই প্রসঙ্গে বলেছেন,‘আমরা ভাগ্যবান যে আমাদের শুধু বাংলাদেশ সিরিজে ক্ষতি হয়েছে। ৩-৪ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে, টেস্ট এবং ওয়ানডে না খেলায়।’

তবে নতুন করে টিভি স্বত্ব থেকে দ্রুতই ক্ষতি পুষিয়ে নিতে পারবে পিসিবি। টেন স্পোর্টসের সঙ্গে পিসিবির ৫ বছরের চুক্তি শেষের পথে। তাই পিসিবি ক্ষতিটা খুব একটা আমলে নিচ্ছে না, ‘আমাদের জার্সির স্পনসর এরই মধ্যেই নির্ধারণ হয়ে গেছে, তাই এখানে আমাদের ক্ষতি হচ্ছে না। একই সঙ্গে আমরা নতুন স্পনসরের খোঁজ করছি। আমাদের টিভি সম্প্রচার স্বত্ব শেষ হচ্ছে এবং বাংলাদেশ সিরিজটি ছিল টেন স্পোর্টসের সঙ্গে আমাদের শেষ সিরিজ।’