করোনার বিপক্ষে ছক্কা হাঁকাতে চান আফ্রিদি

এভাবেই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন আফ্রিদি। ছবি : শহীদ আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
এভাবেই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন আফ্রিদি। ছবি : শহীদ আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
>

করোনাভাইরাস প্রতিরোধে এবার এগিয়ে আসলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' এর মাধ্যমে সাধারণ মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন তিনি

করোনাভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্ব আজ স্থবির। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এত কিছুর পরও, অধিকাংশ মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা সামান্যই। উপমহাদেশের মানুষই যেন অসচেতনতায় এগিয়ে। নিজ দেশের সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস বিষয়ে সতর্কতা ও প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য এবার এগিয়ে এসেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের দাতব্য প্রতিষ্ঠান 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' এর মাধ্যমে কাজটি করছেন তিনি।

ব্যাপারটা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অনুসারীদের জানিয়েছেন আফ্রিদি। একটা ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি, জনমনে বাড়াচ্ছেন সচেতনতা। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি, ‘এই সংকটময় মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সহায়তা করা, সচেতনতা সৃষ্টি করা। সতর্কতামূলক তথ্য সকলকে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ এর বিপক্ষে আমি আমার দায়িত্ব পালন করছি। আমার শহীদ আফ্রিদি ফাউন্ডেশন স্বাস্থ্য বিষয়ক অভিযানে মন দিয়েছে।'

শুধু কথা বলেই শেষ করেননি আফ্রিদি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও আইসোলেশান ওয়ার্ডও খুলছে আফ্রিদির এই দাতব্য প্রতিষ্ঠান, 'অনেক জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বক্স স্থাপন করা হয়েছে এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ যাদের মধ্যে দেখে গেছে, কিংবা যারা সন্দেহের তালিকায় আছে তাঁদের রাখার জন্য একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। আমাদের ফাউন্ডেশনের মিশন ‘অপরাজিত থাকার আশা’। এই লক্ষ্যে আমরা জীবিকা হারানো সকলকেই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও জিনিসপত্র দিয়ে সহযোগিতা করছি। যাতে তারা এগুলো নিয়ে এই সংকটময় সময়টা পার করতে পারে। আমি সবাইকে অনুরোধ করব নিজেদের যত্ন নিতে এবং বাড়িতে নিরাপদে থাকতে।’

শুধু শহীদ আফ্রিদিই নন, অন্যান্য খেলার বিভিন্ন তারকাও এগিয়ে আসছেন করোনা আক্রান্তদের সাহায্যার্থে। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেবান্ডফস্কি যেমন, এক লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছেন তিনি।