তিনি 'লকডাউনে' গিয়েও ক্রিকেট খেলছেন

>করোনা সতর্কতায় ব্রিটেনে চলছে লকডাউন। ঘরে বসে সময় কাটাতে ক্রিকেটকে বেছে নিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু

করোনাভাইরাস সংক্রমণ রোধে থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। একান্ত বাধ্য না হলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। সোমবার থেকে ‘লকডাউন’ চলছে ইংল্যান্ডে। সেখানে মানুষকে ঘরে রাখতে সরকার এতটাই কঠোর যে এমন পরিস্থিতি সর্বশেষ দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে। ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ তেমনি টাটেন্ডা টাইবুও এ পরিস্থিতিতে বেছে নিলেন ক্রিকেট।

জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক ক্রিকেট ছাড়ার পর বসবাস করেন ইংল্যান্ডে। লকডাউনের মধ্যে দৈনিক এভাবে পাঁচ ঘণ্টা করে ক্রিকেট অনুশীলন করছেন টাইবু। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর দুই ছেলে গারশ্যাম ও টাইবু জুনিয়র। তাদের উদ্ভাবনী শক্তি তারিফ করতেই হয়। বল ঠেকাতে ‘ট্রাম্পোলিন’ (লাফানোর স্প্রিং বিশেষ) দিয়ে বানিয়েছেন ছোট নেট। কাল রাতে ফেসবুকে এই অনুশীলনের ছবি ছেড়ে টাইবু লিখেছেন, ‘ব্রিটেনে লকডাউন। এ অবস্থায় ক্রিকেট অনুশীলনের জন্য টিজে (টাইবু জুনিয়র), গারশ্যাম ও আমি মিলে ট্রাম্পোলিন কেটে ছোট নেট বানিয়েছি। দৈনিক ৫ ঘণ্টার অনুশীলন ভালোই লাগছে।’

আসুন দেখে নিই তাইবুদের ক্রিকেট অনুশীলনের কয়েক টুকরো ছবি:

ব্যাটসম্যান ছেলের বিপক্ষে সাবেক উইকেটরক্ষক টাইবু যখন হাঁটু গেড়ে বোলার। ছবি: টাইবুর ফেসবুক পেজ
ব্যাটসম্যান ছেলের বিপক্ষে সাবেক উইকেটরক্ষক টাইবু যখন হাঁটু গেড়ে বোলার। ছবি: টাইবুর ফেসবুক পেজ
ছেলেকে ব্যাটিংয়ের কী পরামর্শ দিচ্ছিলেন টাইবু? ছবি: টাইবুর ফেসবুক পেজ
ছেলেকে ব্যাটিংয়ের কী পরামর্শ দিচ্ছিলেন টাইবু? ছবি: টাইবুর ফেসবুক পেজ
চলছে বাবার ক্লাস। বাধ্যনুগত ছাত্রের ভূমিকায় ছেলে। ছবি: টাইবুর ফেসবুক পেজ
চলছে বাবার ক্লাস। বাধ্যনুগত ছাত্রের ভূমিকায় ছেলে। ছবি: টাইবুর ফেসবুক পেজ