বাসায় বসে বিরক্ত? নেইমারের কমিক পড়ুন

নিজ প্রতিষ্ঠানের কমিক বই হাতে নেইমার। ছবি: নেইমার জুনিয়র কমিকস টুইটার পেজ
নিজ প্রতিষ্ঠানের কমিক বই হাতে নেইমার। ছবি: নেইমার জুনিয়র কমিকস টুইটার পেজ
>করোনাভাইরাসে সংক্রমণের আতঙ্কে বাসায় বসে বেকার সময় কাটছে? বিনা পয়সায় পড়ে ফেলুন নেইমারের প্রতিষ্ঠানের কমিক বই

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বজুড়ে এক কথা—বাসায় থাকুন। সংক্রমণ রোধে এটাই বড় প্রতিরোধ। সে তো বটেই। কিন্তু এক নাগাড়ে কতক্ষণ বাসায় থাকা যায়? হুট করে দৈনন্দিন ব্যস্ততা অভ্যাস ভুলে একনাগাড়ে বাসায় থাকা চাট্টিখানি কথা নয়। বিরক্ত লাগাই স্বাভাবিক। এই বিরক্তি থেকেই হয়তো বাসা থেকে বাইরে বের হওয়ার ভুলটা করে বসতে পারেন অনেকে। এসব বিষয় ভেবে এক উদ্যোগ নিয়েছে নেইমারের মালিকানাধীন কমিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্যান দ্য ফ্লেম কনসেপ্টস এলএলসি। বাসায় বেকার বসে থাকা মানুষদের বিরক্তি কাটাতে দুই শর বেশি কমিক বই ছাড়বে তারা। বইগুলো সংগ্রহ করা যাবে বিনা পয়সায়।

বিশ্বব্যাপী মহামারি রূপ ধারণ করেছে করোনাভাইরাস। ১৭০টির বেশি দেশের মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। মৃত মানুষের সংখ্যা প্রায় ২১ হাজার। কমিক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘কোভিড-১৯ ভাইরাস মহামারি হয়ে ওঠায় বিশ্বব্যাপী প্রায় সবকিছু বন্ধ হয়ে গেছে। ফ্যান দ্য ফ্লেম কনসেপ্টস একটি স্বাধীন কমিক নির্মাতা প্রতিষ্ঠান—আজ ঘোষণা করছে নেইমার জুনিয়র কমিকস গ্রন্থাগার থেকে দুই শর বেশি আলাদা পর্ব বিনা পয়সায় ছাড়া হবে।’

এ ছাড়া প্রতিষ্ঠানটি আরও ঘোষণা করে, ‘কমিক বইয়ের শিল্পীরা বিনা পয়সায় কমিক চরিত্র ও প্যানেল আঁকানো ইন্টারনেটে সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখাবেন। প্রধান শিল্পী ডাস্টিন ইভানস ২৫ মার্চ থেকে ফ্রি-তে দুই পর্বের কমিক অঙ্কন মাস্টারক্লাস নেবেন ফেসবুকে লাইভের মাধ্যমে। বিশ্বজুড়ে প্রায় এক বিলিয়ন শিশু এখন স্কুলের বাইরে। নানা ভাষার এই (কমিক) গল্পগুলো বাবা-মা এবং শিক্ষকেরা দূরবর্তী ভাষা শেখানোয় কাজে লাগাতে পারেন।’

পিএসজি তারকা নেইমার এ নিয়ে বলেছেন, ‘সব বয়সের জন্যই গল্প আছে আমাদের। মা–বাবা এবং শিশুদের জন্য এটা দারুণ সুযোগ—একসঙ্গে পড়ে নানা পছন্দের ভাষা শেখার।’ কমিক বই কীভাবে বানানো হয় সে ব্যাপারে ইন্টারনেটে বিনা পয়সায় ‘ক্লাস’ নেবে নেইমারের প্রতিষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবেও তা দেখা যাবে।