বেঁফাস মন্তব্য সব সময় করতে নেই

নাকাল হলেন চাহাল। ছবি: এএফপি
নাকাল হলেন চাহাল। ছবি: এএফপি
>

করোনাভাইরাসের কারণে সবাই গৃহবন্দী। ঘরে বসে বসে বিরক্ত কেভিন পিটারসেন বন্ধু রোহিত শর্মাকে নিয়ে সেদিন ‘লাইভ’-এ এসেছিলেন। সেখানেই একটা বেফাঁস মন্তব্য করে উল্টো নাকাল হলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল

সবার সঙ্গে যে মজা করতে নেই, সেটা হাড়ে হাড়ে টের পেলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। বিশেষ করে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের মতো ঠোঁটকাটা লোক হলে তো অবশ্যই নয়।

করোনাভাইরাসের কারণে খেলোয়াড়েরা এখন আক্ষরিক অর্থেই বেকার সময় কাটাচ্ছেন। কেউ নিছক পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ সিনেমা দেখছেন, কেউ কেউ আবার প্লে-স্টেশনে খেলে সময় কাটাচ্ছেন। ঘরে বসে সময় কাটছিল না ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনেরও। বন্ধু, ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মাকে নিয়ে তাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন এই তারকা। নিজেদের ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিলেন তাঁরা।

এই ‘লাইভ’ এর মধ্যে হঠাৎ বেফাঁস মন্তব্য করার সাধ হল জাতীয় দলে রোহিতের সতীর্থ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। এমনিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস করার জন্য পরিচিত এই তারকা। এখানেও এসেছিলেন নিছক মজা করার উদ্দেশ্যেই। ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে (কেপি) উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘কেপি, তুমি আমার প্রথম টেস্ট উইকেট!’

ভারতের হয়ে একটিও টেস্ট খেলা হয়নি চাহালের। স্বাভাবিকভাবেই, মন্তব্যটা মজা করেই করেছিলেন তিনি।

পিটারসেনও ছেড়ে কথা বলেননি। কমেন্টের জবাবে চাহালকে একদম চুপ করিয়ে দিয়েছেন এই সাবেক তারকা, ‘ভাই, তোমার বল খেলার সুযোগ পেলে আমি চোখ বন্ধ করে পেটাতাম!’

ওদিকে আরেক কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও রোহিত-পিটারসেনের গোটা লাইভ সেশনটা উপভোগ করেছেন। সমানে মন্তব্য করে গেছেন তিনিও। পিটারসেনের পাশাপাশি চাহালকে নিয়ে ঠাট্টা করেছেন ভিলিয়ার্সও। প্রথমে লাইভে পিটারসেন ও রোহিতকে দেখে কমেন্ট করেছিলেন, ‘আহ, দুই কিংবদন্তি! পরে কমেন্ট সেকশনে চাহালকে দেখে দ্রুতই নিজের মত পালটে ফেলেন তিনি, ‘নাহ, তিন কিংবদন্তি। চাহালকেও দেখতে পাচ্ছি এখানে। তোমাকে মিস করছি অনেক, যুজি! (চাহালের ডাক নাম)।’

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্ট করার আগে হয়তো একটু বুঝেশুনে করবেন চাহাল!