পাসওয়ার্ড শুনে ইরফানকে ইউসুফের চড়

ইউসুফের চড় খাওয়ার পর ইরফানের অভিব্যক্তি এমনই। ছবি: ফেসবুক
ইউসুফের চড় খাওয়ার পর ইরফানের অভিব্যক্তি এমনই। ছবি: ফেসবুক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে এখন থাকতে হচ্ছে ঘরে। ভারতের দুই পাঠান ভাইও ঘরবন্দী। সময় কাটাতে বসার ঘরে ইউসুফ পাঠান এসেছেন ইরফানের কাছে, বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইতে। ইরফান পাসওয়ার্ড বলতে শুরু করলেন একটু অন্যভাবে।

২০০৭ সালে মুক্তি প্রাপ্ত ‘ধামাল’ সিনেমায় দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে, আরশাদ ওয়ার্সি গোয়ায় যাওয়ার পথে পেয়েছিলেন দক্ষিণ ভারতের এক ব্যক্তিকে, যাঁর নাম এতটাই লম্বা, বলতে গেলে শেষ আর হয় না! ‘আয়ার, বেনু গোপাল আয়ার, মত্যু স্বামী বেনু গোপাল আয়ার...।’ ক্রমেই লম্বা হতে থাকা নাম শুনে আরশাদ যেমন বিরক্ত হয়ে মার শুরু করেছিলেন ওই ব্যক্তিকে, ইউসুফও কষে চড় দিয়েছেন ইরফানকে!

না, সিরিয়াস কিছু না। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে এখন থাকতে হচ্ছে ঘরে। ভারত সরকার ২১ দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে। বাইরে যেহেতু বের হতে মানা, ঘরে সময়টা ক্রিকেটাররা কতভাবেই না কাটাচ্ছেন। ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলা পাঠান ভাইয়েরা যেমন নিজেদের ‘অভিনয়-প্রতিভা’ কাজে লাগিয়ে মজার ভিডিও বানাচ্ছেন। ‘হোম’, ‘কোয়ারেন্টিন’, ‘ব্রাদার্স’, ‘লাইফ’ হ্যাশট্যাগে এমন এক ভিডিও ইরফান পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে ওই চড়ের ঘটনা।

দুই পাঠান ভাইয়ের অভিনয়ের ভিডিও লিংক: