ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন 'মেসির চেয়ে ভালো' নেইমারের কাঁধেই

নেইমারকে ঘিরেই ব্রাজিলের যত স্বপ্ন। ছবি: নেইমার টুইটার
নেইমারকে ঘিরেই ব্রাজিলের যত স্বপ্ন। ছবি: নেইমার টুইটার

সিংহাসন তাঁর অপেক্ষায়। কিন্তু রাজা এখনো উত্তরাধিকারীর সক্ষমতা নিয়ে নিশ্চিত নন, রাজকুমারও ইচ্ছে দেখাচ্ছেন না দায়িত্ব নেওয়ার। মেসি-রোনালদোর পর ফুটবলের রাজত্ব বুঝে নেওয়ার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু বয়স ২৮ হয়ে গেলেও এখনো তেমন কিছু করে দেখাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অথচ এই বয়সে পৌঁছানোর আগেই বিশ্ব জয় হয়ে গেছে প্রথম দুজনের। নেইমার কি তাহলে ফুটবলের আরেক আক্ষেপের নাম হয়ে থাকবেন? বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু অবশ্য এখনো আশা হারাচ্ছেন না।

কাফুর ধারণা ফুটবল দক্ষতায় নেইমার অদ্বিতীয় কিন্তু তাঁর কাঁধে প্রত্যাশার ভার অযথা চাপিয়ে দিয়েই ক্ষতি করা হচ্ছে, ‘টেকনিকের দিক থেকে বিশ্বের সেরা খেলোয়াড় নেইমার। বর্তমানে টেকনিকে কেউ নেইমারের চেয়ে এগিয়ে নেই। মেসিও না। যদিও আমি মেসির ভক্ত কিন্তু সেও টেকনিকের দিক থেকে নেইমারের চেয়ে পিছিয়ে।’

টেকনিকে মেসির চেয়ে এগিয়ে থেকেও কেন ফুটবল সাফল্যে এত এত পিছিয়ে নেইমার? এ প্রশ্নের উত্তরে নেইমারের অন্য দিকটাও দেখিয়ে দিলেন কাফু, ‘ব্রাজিল দলে এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে দেখি না। এমন কাউকে পাচ্ছি না যে নেইমারকে বলবে, এটা করো না, ওইটা কর। একজনও নেই। ওরা নেইমারকে এ দায়িত্ব দিচ্ছে। কিন্তু ওর স্বভাব তো এমন নয়। এমন না যে সে চায় না। কিন্তু এটা ওর ব্যক্তিত্ব নয়। ওকে কি কখনো দেখেছেন থিয়াগো সিলভা ও তিতেকে থামিয়ে আলোচনা করছে কিছু নিয়ে? না, কারণ ওর মধ্যে এটা নেই।’

নেতৃত্বে নেইমারকে খুঁজে না পেলেও তাঁর মাঝেই বিশ্বকাপ জেতার আশা সঁপে দিয়েছেন কাফু। তাঁর ধারণা ব্রাজিলের দুই দশকের অপেক্ষা কেউ শেষ করতে পারলে নেইমারই পারবেন, ‘আমি আবারও বলছি, বিশ্বকাপ জেতার জন্য সেই আমাদের সবচেয়ে বড় আশা। নেইমার মাঠে থাকলে সে চাক বা না চাক, প্রতিপক্ষের আটজন ওকে নিয়ে ব্যস্ত থাকে। সে হলো দলের প্রাণ। সে অন্যের জন্য জায়গা করে দেয়। সে অসাধারণ গোল করে। কিন্তু দলে এমন কাউকে দরকার যে তাঁর সঙ্গে রসায়ন জমাতে পারবে। ওর আশপাশে থাকার মতো শক্তির অভাব দেখছি অন্যদের মাঝে।’