২০০ দুস্থ পরিবারের পাশে মোসাদ্দেক

ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। ছবি: মোসাদ্দেক ফেসবুক
ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। ছবি: মোসাদ্দেক ফেসবুক
করোনাভাইরাস পরিস্থিতিতে গরিবদুঃখীদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। গতকাল ময়মনসিংহে নিজ এলাকায় প্রায় ২০০ পরিবারকে এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন। দুস্থদের জামাকাপড়ের ব্যবস্থাও করেছেন।

করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষের রুটি-রুজির পথ প্রায় বন্ধ। নিম্ন আয়ের মানুষদের দিন কাটছে কষ্টে। তাদের জন্য সমাজের সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছেন মোসাদ্দেক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোসাদ্দেক লিখেছেন, ‘১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মতো মানুষ রয়েছে যারা অসহায়, গরিব দুস্থ। দিনে এক বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরিব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই।’

মোসাদ্দেক ছাড়াও মাশরাফি বিন মুর্তজা নিজ এলাকা নড়াইলে দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক করোনা তহবিলে দিয়েছেন।