করোনা আসায় খুশি ভারতের কোচ

রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী
করোনাভাইরাসের কারণে অপ্রত্যাশিত বিশ্রামকে স্বাগত জানিয়েছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।


ক্রিকেট বিশ্ব ব্যস্তই ছিল। চলছিল স্বাভাবিক গতিতে। কিন্তু করোনাভাইরাস আসায় সব থমকে গেল। সারা বিশ্বের ক্রিকেটাররা এখন বেকার সময় কাটাচ্ছেন ঘরে বসে। মাঠে ফিরতে চাইলেও বর্তমান পরিস্থিতির কারণে পারছেন না। ভারতীয় কোচ রবি শাস্ত্রী কিন্তু এতে বেশ খুশি। করোনার কারণে অপ্রত্যাশিত ছুটি নাকি ভারতীয় ক্রিকেটারদের জন্য ভালোই হয়েছে।


ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যস্ত দল ভারত। প্রতিটি দেশ ভারতের সঙ্গেই সিরিজ খেলতে মুখিয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থাকে ভারতের ম্যাচে ঠাসা। বছরের ১২ মাসই ক্রিকেটের মধ্যে থাকেন ভারতীর ক্রিকেটাররা। টানা ক্রিকেটে মানসিক অবসাদ, চোটের ঝুঁকিতে থাকেন বিরাট কোহলিরা। তাই অপ্রত্যাশিত বিশ্রামকে স্বাগত জানাচ্ছেন ভারতীয় কোচ।

স্কাই স্পোর্টসের পডকাস্টে কাল শাস্ত্রী বলেছেন, ‘বিশ্রামটা খারাপ হবে না। কারণ নিউজিল্যান্ড সিরিজের শেষের দিকে মানসিক ক্লান্তি, শারীরিক সুস্থতা ও চোটের দিক থেকে দলের মধ্যে ফাটল দেখতে পাচ্ছিলাম। গত ১০ মাসে যে পরিমান ক্রিকেট আমরা খেলেছি, সেটার প্রভাব দেখা যাচ্ছিল। আমি ও দলের অন্যান্য কোচিং স্টাফরা ভারত ছেড়েছিলাম গত মে মাসের ২৩ তারিখ, ইংল্যান্ডের উদ্দেশে। সেদিন থেকে আমরা নিজ ঘরে ছিলাম ১০-১১ দিন।’

তিন সংস্করণ খেলা ক্রিকেটারদের জন্য কাজটা আরও কঠিন। ভারত গত কয়েক বছর ধরে তাদের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলালেও কাজটা সহজ নয়। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বড় ধরনের চোট যে কোন সময় হানা দেওয়ার শঙ্কা আছে। শাস্ত্রী বলছিলেন, ‘কয়েকজন আছে তিন সংস্করণে খেলে। ওদের ওপর কী ধরনের চাপ যাচ্ছে বুঝতে পারছেন? আমরা অনেক সফর করেছি এই সময়টায়। ইংল্যান্ডের পর আমরা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলাম। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি ঘরের মাঠে। দুই-আড়াই মাস পর আবার নিউজিল্যান্ড। কঠিন সময় যাচ্ছিল। সেদিক থেকে খেলোয়াড়দের জন্য এই বিশ্রামটাকে স্বাগত জানাই।’