সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ধোনি

এ জার্সি আর গায়ে দেওয়া হবে না ধোনির? ফাইল ছবি
এ জার্সি আর গায়ে দেওয়া হবে না ধোনির? ফাইল ছবি

অবশেষে শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অধ্যায়?

সেই বিশ্বকাপের পর থেকেই ব্যাপারটা চর্বিত চর্বণে রূপ নিয়েছে। সবাই যেন মাথা কুটে একটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন, কবে অবসর নেবেন ধোনি? এ প্রসঙ্গে ধোনিও কিছু বলেন না, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ইনিয়ে-বিনিয়ে এড়িয়ে যেত এ প্রসঙ্গ। তবে অবশেষে নাকি কৌতূহল মিটছে সবার। কারণ, ধোনিই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবসরের। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিডা এমনটাই দাবি করেছে।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, ধোনি তাঁর কাছের মানুষদের কাছে বলে দিয়েছেন, জাতীয় দলে আর খেলবেন না। তবে আইপিএলে আরও এক-দুই মৌসুম খেলার ইচ্ছা আছে তাঁর। তাঁর কাছের এক সূত্র স্পোর্টস ক্রীড়াকে জানিয়েছেন, ‘আনুষ্ঠানিকভাবে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এখনো কথা বলেনি সে কিন্তু কাছের মানুষদের জানিয়ে দিয়েছে। যখন সময় হবে, জানিয়ে দেবে।’ তবে আইপিএলে নিজের ফর্ম দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর ইচ্ছার কথাও জানিয়েছে সেই সূত্র, ‘না হলে এত দিনে অবসরের কথা জানিয়ে দিত সে।’

কিছু বোর্ডের কর্মকর্তার দাবি, স্পনসরশিপের কারণেই এখনো অবসরের ঘোষণা দিচ্ছেন না ধোনি। তা ছাড়া চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় অবসরের ঘোষণা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও আছে। এবারের আইপিএলে ধোনির ফর্ম দেখেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিত ভারত। কিন্তু করনা ভাইরাসের কারণে আইপিএলে পিছিয়ে যাচ্ছে। এমনকি বাতিলও হয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। ফলে ধোনি আসলেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য আর উপযুক্ত কি না সেটা বোঝার উপায় নতুন করে খুঁজতে হবে বোর্ডকে।

সুনীল গাভাস্কার ইঙ্গিতে ধোনিকে অবসর নিয়ে নিতে বলেছেন বেশ কিছুদিন আগেই। এটাও বলেছেন এত দিন পর টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়া কঠিন হবে ধোনির পক্ষে। স্পোর্টস ক্রীড়াকে ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘বোর্ডের চুক্তি থেকে ধোনিকে বাদ দেওয়া হয়েছে বছরের শুরুতে এবং ধোনি নিজেও জানেন ভারতের হয়ে তার আর খেলা হবে না।’