বিসিসিআই ৫১ কোটি, রায়না একাই ৫২ লাখ

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি-এএফপি
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি-এএফপি
প্রধানমন্ত্রীর জরুরি তহবিলে ৫১ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।


ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাল প্রধানমন্ত্রীর নাগরিক ত্রাণ ও সাহায্য কার্যালয়ের জরুরি তহবিলে ৫১ কোটি রুপ দিয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় এ অর্থ সাহায্য করল বিসিসিআই।

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘সভাপতি সৌরভ গাঙ্গুলী, সচিব জয় সাহা এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর জরুরি তহবিলে ৫১ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিপর্যয় মোকাবিলার হাত শক্তিশালি করা এবং কোভিড-১৯ প্রতিরোধে গবেষণা করে ভারতীয়দের বাঁচাতে এ সাহায্য।’

বিসিসিআইয়ের সঙ্গে রাজ্য ক্রিকেট বোর্ডগুলোও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একই দিন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়নাও ৫২ লাখ টাকা সাহায্যের ঘোষণা দেন। এর মধ্যে ৩১ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে বাকি ২১ লাখ উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দাতব্য তহবিলে। রায়নার এ সাহায্যকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, ‘অসাধারণ ফিফটি।’