করোনা ফুটবলকে আরও শক্তিশালী করবে

ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ফিলিপ লাম
ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ফিলিপ লাম

মাঠে খেলা নেই। টিকিট বিক্রি থেকে আয়ও নেই। করোনাভাইরাসের কারণে ব্যাপক হারে কমে গেছে ইউরোপের বড় সব ক্লাবের রাজস্ব। ইংল্যান্ড থেকে স্পেন, ইতালি থেকে জার্মানি— সব জায়গাতেই একই অবস্থা। এই পরিস্থিতিতে ফুটবল অস্তিত্বের সংকটে বলে মনে করেন ফিলিপ লাম। জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, কঠিন এই পরিস্থিতিতে ফুটবলারদের আচরণ মানুষ পর্যবেক্ষণও করছেন। সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই কঠিন এই পরিস্থিতিতে ফুটবলারদের এগিয়ে আসার আহ্বান তাঁর।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এরই মধ্যে অনেক ফুটবলারই এগিয়ে এসেছেন। যে যাঁর মতো নিজ দেশের সরকার কিংবা করোনার বিরুদ্ধে লড়াইরত কোনো সংস্থার হাতে অর্থ তুলে দিয়েছেন। বিভিন্ন ক্লাবগুলোও খেলোয়াড়দের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে। খেলোয়াড়েরা সেটা মেনেও নিয়েছেন। ব্যাপারটা অবশ্যই প্রশংসনীয়। ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লাম বলছেন, ‌‘সংকট থেকে ফুটবল বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে একটি শর্তে, খেলোয়াড়-কর্মকর্তারা যদি তাদের সামাজিক আচরণের মধ্যমে জনগণের আদর্শ (রোল মডেল) হিসেবে কাজ করতে পারেন।’

জার্মানির এক সংবাদমাধ্যমকে ৩৬ বছর বয়সী সাবেক ফুটবলার আরও বলে গেলেন, ‌‘খেলোয়াড় ও কোচদের তহবিল সংগ্রহ করা এটাই প্রমাণ করে যে তাঁদের দায়িত্ববোধ আছে। খেলাধুলা ও ফুটবলের প্রতি টান আছে, সমাজের এমন লোকদের কিছু ফিরিয়ে দেওয়ার এটি ভালো সময়।’

করোনাভাইরাস পরিস্থিতিতে সংহতির ওপরই জোর দেন তিনি, ‌‘ফুটবল এখন অস্তিত্বের সংকটে, তাই প্রয়োজন সংহতি।’