কাটা হবে স্টোকসদের ২ কোটি টাকা

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। ফাইল ছবি
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। ফাইল ছবি

বিশ্বজুড়ে চলছে খেলোয়াড়দের বেতন কাটার হিড়িক। খেলা বন্ধ, ক্লাব বা বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনগুলোর আয়ও বন্ধ। ক্ষতি পুষিয়ে উঠতে খেলোয়াড়দের বেতন কাটার বিকল্প দেখছে না ক্লাব বা সংগঠনগুলো।

গত পরশু ইতালির ক্লাব জুভেন্টাস ঘোষণা দিয়েছে তিন মাসে তাদের খেলোয়াড়দের বাংলাদেশি টাকায় মোট ৮৫০ কোটি টাকা বেতন কাটা হবে। বেতনের একটা অংশ হারাতে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটারদেরও। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এ মাসের শুরুর দিকে ইংল্যান্ড দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়। মে মাস পর্যন্ত দেশটিতে সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করা হয়েছে। জুন থেকে আগস্টে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা দলটির। একই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলার কথা ওয়ানডে সিরিজ। সেগুলোর কোনোটিই হবে কি না, তা নিয়েও সংশয় এখন। এই অবস্থায় ইসিবি বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

ক্ষতির কিছুটা যাতে পোষানো যায়, সে জন্যই খেলোয়াড়দের বেতন কাটার কথা ভাবছে ইসিবি। তাদের এক মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে বলেছেন, ‘খেলাটাকে কীভাবে বাঁচানো যায় আমরা সেটা নিয়ে ভাবছি। স্বাভাবিকভাবেই আমরা কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বিষয়ে ভাবছি। তবে এই সময়ে সবাইকে একসঙ্গে এগোতে হবে। আমাদের বিশ্বাস, (এ সংকটের মুহূর্তে) খেলোয়াড়েরা বিষয়টি উপলব্ধি করতে পারবে।’

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে সাদা পোশাকের ক্রিকেটে আছেন ১০ জন, ১২ জন সাদা বলের ক্রিকেটে। এঁদের মধ্যে জো রুট, বেন স্টোকস ও জস বাটলার আছেন দুই বিভাগেই। তিনজনের বেতন মিলিয়েই ২ লাখ পাউন্ড বা ২ লাখ ৪৯ হাজার ৪০ ডলার। বাংলাদেশি টাকায় যা ২ কোটিরও বেশি।