পুলিশ যোগিন্দরের কাছে এখন দেশ সেবাই বড়

দেশের সেবাকে বিশ্বকাপ জয়ের চেয়েও এগিয়ে রাখতে চান যোগিন্দর শর্মা। ছবি: এএফপি
দেশের সেবাকে বিশ্বকাপ জয়ের চেয়েও এগিয়ে রাখতে চান যোগিন্দর শর্মা। ছবি: এএফপি
>২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চেয়ে করোনাভাইরাসের সময় মানুষের সেবা করাকে বড় অর্জন মনে করেন যোগিন্দর শর্মা।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় পেসার যোগিন্দর শর্মা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি তো এখন হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট। করোনাভাইরাসের এই সময়টায় তাঁর কাজ অনেকে বেড়েছে। আইন-শৃঙ্খলার ব্যাপারটা তো আছেই, মানুষকে সচেতন রাখাটাও এখন তাঁর দায়িত্বের মধ্যেই পড়ছে। এই তো কয়েক দিন আগেই আইসিসি যোগিন্দরের কাজকে রীতিমতো স্যালুট জানিয়েছে।

ভারতের হয়ে মাত্র ৪টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যোগিন্দর। ছোট্ট ক্যারিয়ারে কিন্তু তাঁর অর্জনটা বিশাল। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন যোগিন্দর। পাকিস্তানের বিপক্ষে ফাইনালের শেষ ওভারটি ছিল তাঁরই করা। প্রচণ্ড চাপের মুখেও অবিচল আস্থায় বোলিং করে সেদিন দেশকে হারতে দেননি তিনি। অথচ, পাকিস্তানের বিপক্ষে সেই বিশ্বকাপ ফাইনালই ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ!

যোগিন্দরের অবশ্য এতে কোন আফসোস নেই। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এখন দুর্যোগের সময় করছেন দেশের সেবা। তবে বিশ্বকাপ জয় থেকেও দেশের মানুষের সেবা করাকেই এগিয়ে রাখছেন তিনি, 'আমি দেশের মানুষকে সেবা করাটাকে বিশ্বকাপ জয়ের চেয়েও এগিয়ে রাখব। কারণ মানুষ তাদের জীবন হারাচ্ছে। বিপন্ন মানুষকে সেবা করা অনেক বড় ব্যাপার। বিশ্বকাপ জেতাও বড় বিষয় ছিল। কিন্তু এখান তো দেশকে বাঁচানোর প্রশ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও দেশকে বাঁচানোর ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ।'

কঠিন সময়ে ক্রিকেটের শিক্ষাটাও কাজে লাগছে যোগিন্দরের, 'ক্রিকেট আপনাকে একসঙ্গে কাজ করতে শেখায়। এখন আমাদের একজনকে অন্যজনকে সাহায্য করতে হবে। আর করোনার সময় সবচেয়ে বড় সাহায্য হচ্ছে ঘরে থাকা। আমি সবাইকে সেটিই করতে