ইংলিশদের অস্ট্রেলিয়া বধের অনুপ্রেরণা 'টিভি সিরিজ'

অস্ট্রেলিয়াকে হারানোর অনুপ্রেরণা জো রুট পেয়েছেন টিভি সিরিজ দেখে। ছবি: এএফপি
অস্ট্রেলিয়াকে হারানোর অনুপ্রেরণা জো রুট পেয়েছেন টিভি সিরিজ দেখে। ছবি: এএফপি
অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ে সম্প্রতি প্রকাশিত টিভি সিরিজ ভালো লেগেছে ইংলিশ অধিনায়ক জো রুটের। এটি দেখেই অস্ট্রেলিয়াকে হারানোর প্রেরণা নিতে চান তিনি।


২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা অস্ট্রেলীয় ক্রিকেটকে বড় ধাক্কাই দিয়েছিল। দুই বছরের মাথায় সে অবস্থা থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। এর মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে এসে অমীমাংসিতভাবে শেষ করেছে অ্যাশেজ সিরিজ।

ক’দিন আগেই অস্ট্রেলিয়ার এই ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে ‘দ্য টেস্ট’ নামের এক টিভি সিরিজ বেরিয়েছে। সেই টিভি সিরিজ দেখেই নাকি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অ্যাশেজ সিরিজে হারানোর অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। গতকাল অনলাইনে সাংবাদিকদের রুট বলেছেন, ‘আমি শুরুতে সিরিজটি দেখতে চাইনি। পরে দেখেছি। ভালো অনুপ্রেরণা বলতেই হয়। এমন কিছু দেখার পর আপনি আরও কঠোর পরিশ্রম করবেন, নিজেকে উদ্দীপ্ত রাখতে চাইবেন।’

ইংল্যান্ডের সহ অধিনায়ক বেন স্টোকসও মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে। তিনি জানিয়েছেন, ২০২১-২২ অ্যাশেজ নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে ইংল্যান্ড, ‘ঘরের বাইরে অ্যাশেজ জয় বড় অর্জন। আমরা ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছি। আগামী অ্যাশেজে আমাদের সেরা দলটা কেমন হবে, সেটা নিয়ে ভাবছে সবাই। সামনে তাকানো খারাপ কিছু না। আমরা চার বছরের পরিকল্পনা দিয়েই বিশ্বকাপ জয় করে দেখিয়েছি।’