'ঘরে থাকুন' - ফুটবলার সাদ উদ্দিনের অনুরোধ

সাদ উদ্দিন
সাদ উদ্দিন

সবার মুখেই এখন এক কথা, ঘরে থাকুন। ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড সাদ উদ্দিনও। আজ এক ভিডিও বার্তায় আবাহনী লিমিটেডের এই ফুটবলার বলেন, ‘আমরাসহ গোটা বিশ্ববাসী কঠিন এক সময় পার করছি। তবে আমাদের সচেতনতাই পারে এর মোকাবিলা করতে। করোনাভাইরাস প্রতিরোধে আমাদের উচিত যতটুকু সম্ভব ঘরের বাইরে না যাওয়া, দিনে কয়েকবার হলেও ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, আপনার আমার এতটুকুই পারে পৃথিবীকে আগের জায়গায় ফিরিয়ে আনতে।’ সবাইকে আবারও ঘরে থাকার আবাহন জানিয়ে বলেন, ‘নিরাপদে থাকুন সবাই।’

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে দারুণ এক গোল করে আলোচনায় আনেন সাদ। কলকাতার মাঠে তাঁর গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য গোলটি ধরে রাখা হয়নি। শেষ দিকে গোল খেয়ে ড্র ( ১-১)। তবে সেই ড্র ছিল সফরকারি বাংলাদেশ দলের কাছে জয়েরই সমান।