চুলের স্টাইল নিয়ে ব্যস্ত, সিনেমায় যাও

তরুণ ক্রিকেটারদের খেলায় মনোযোগ দিতে বললেন জাভেদ মিয়াঁদাদ।
তরুণ ক্রিকেটারদের খেলায় মনোযোগ দিতে বললেন জাভেদ মিয়াঁদাদ।
চুলের স্টাইল নিয়ে ব্যস্ত ক্রিকেটারদের ধুয়ে দিলেন জাভেদ মিয়াঁদাদ


বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচিত হন জাভেদ মিয়াঁদাদ। কখনো কখনো হন বিতর্কিত, সমালোচিত। তবে পাকিস্তান ক্রিকেটের এ কিংবদন্তির যে ক্রিকেটের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই, সেটা একবাক্য স্বীকার করবেন প্রায় সবাই। মিয়াঁদাদ খুবই বিরক্ত এ প্রজন্মের ক্রিকেটারদের খেলার প্রতি নিবেদন নিয়ে। তাঁর কেন যেন মনে হয় এখনকার ক্রিকেটাররা খেলার মাঠের চেয়ে বাইরের ব্যাপার-স্যাপারেই বেশি মনোযোগী।

নিজের ইউটিউব চ্যানেলে মজেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার তো প্রায় প্রতিদিনই ধুন্ধুমার কিছু না কিছু নিয়ে হাজির হচ্ছেন। মিয়াঁদাদও কম যান না। ইউটিউবেই নিজের চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় মিয়াঁদাদ বলেছেন, খেলার চেয়ে খেলার বাইরের জিনিসে যারা মনোযোগী, তাদের জন্য অবশ্যই ক্রিকেট নয়, ‘এখনকার ক্রিকেটাররা চুলের স্টাইল ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত। কিন্তু তারা মাঠে উইকেট থ্রো করে দিয়ে আসে। নিজের উইকেটকে দামি বানাতে পারে না। চুলের স্টাইল নিয়ে ব্যস্তরা ক্রিকেটে এসেছে কেন, তারা সিনেমায় নামলেই তো পারে।’

কীভাবে নিজেদের খেলার প্রতি নিবেদিত করা যাবে সেটাও বাতলে দিয়েছেন মিয়াঁদাদ, ‘নিজে নিজে নেটে ব্যাটিং, বোলিং অনুশীলন করে যেতে হবে ঘণ্টার পর ঘণ্টা। পাঁচজনকে নিয়েও একটা নেট সেশন করতে পারে ক্রিকেটাররা। বৃষ্টি, বাদলা, রোদ কিছুই যেন তাদের সামনে বাঁধা না হয়ে দাঁড়ায়।’

নিজের ক্রিকেট ক্যারিয়ারের উদাহরণও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘যখন ক্রিকেট খেলেছি, আমাদের চেহারা কেমন দেখাচ্ছে মাঠে, এসব নিয়ে আমরা একেবারেই চিন্তিত ছিলাম না। খেলা শেষে অবশ্য নিজের মতো করে থাকতাম। একটা বিষয় ভেবে দেখতে হবে এখনকার ক্রিকেটারদের। ছোটদের কাছে তাঁরা কিন্তু আদর্শ। ছোটরা কিন্তু ক্রিকেটারদের অনুসরণ করে। সুতরাং ক্রিকেটারদের আচার-আচরণে, পোশাক-আশাকে সচেতন হতে হবে।’