স্ত্রী ফারিয়াল ওয়াকারের কাছে 'সত্যিকারের বীর'

স্ত্রী ফারিয়াল ওয়াকার ইউনিসের কাছে সত্যিকারের বীর। ফাইল ছবি
স্ত্রী ফারিয়াল ওয়াকার ইউনিসের কাছে সত্যিকারের বীর। ফাইল ছবি
>স্ত্রী ফারিয়াল ওয়াকার একজন চিকিৎসক। করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে ওয়াকার ইউনিস তাঁর স্ত্রীসহ সব স্বাস্থ্যকর্মীকে জানিয়েছেন শ্রদ্ধা

করোনাভাইরানের সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আক্রান্ত রোগীদের সেবায় নিজেদের উজাড় করে দিয়েছেন সারা দুনিয়ার চিকিৎসকেরা। নিজেদের বিপদগ্রস্ত করেও অসম্ভব ছোঁয়াচে এই রোগের চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েছেন তারা। চিকিৎসকের পাশাপাশি নার্স আর সাধারণ হাসপাতাল কর্মীরাও আছেন এ যুদ্ধে। দিনরাত ২৪ ঘণ্টা, নিজেদের পরিবার-পরিজন ভুলে তাঁরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন রোগীদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও এখনকার বোলিং কোচ ওয়াকার ইউনিস শ্রদ্ধা জানিয়েছেন সারা পৃথিবীর সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

তাঁর স্ত্রীও একজন চিকিৎসক। ফারিয়াল ওয়াকারও ঝাঁপিয়ে পড়েছেন আর্তের সেবায়। ওয়াকার বলেছেন, তাঁর স্ত্রী যখন প্রতি সকালে কাজে বেরিয়ে যান তখন তাঁর মধ্যে ভয়ংকর ভয়ের একটা অনুভূতি হয়। কিন্তু বিকেলে তিনি যখন ফিরে আসেন, তখন নিজেকে তাঁর স্বামী হিসেবে খুব তৃপ্ত মনে হয়। তাঁর কাছে স্ত্রী ফারিয়াল ওয়াকার একজন সত্যিকারের বীর।

টুইটারে ওয়াকার তাঁর স্ত্রী ফারিয়াল ওয়াকারসহ পৃথিবীর সব চিকিৎসকদের বীরত্বের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা, ‘খুব ভয় লাগে যখন ফারিয়াল সকালে হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যায়। কিন্তু সে ঘরে ফিরলে নিজেকে খুব তৃপ্ত মনে হয়। আমি খুব গর্বের সঙ্গে আমার স্ত্রীকে সত্যিকারের একজন বীর বলতেই পারি।’

ওয়াকারের পরিবার দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বাস করছেন। গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘করোনার এই সময়টা গোটা দুনিয়ার জন্যই খুব কঠিন। এই সময়টা আমাদের সবারই নিজেদের জায়গা থেকে কিছু না কিছু করা উচিত। মানসিকভাবেও শক্ত থাকতে হবে এ সময়টা। মানুষের ঐক্য না থাকলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাওয়াটা খুব শক্ত হবে।’

তিন সন্তানের জনক-জননী ওয়াকার-দম্পতি। তিনজনই বড় হচ্ছে। তাঁদের এক ছেলে আর দুই কন্যা। ফারিয়াল ওয়াকারও মনে করেন এ সময়টা সবাইকে শক্ত ও সচেতন থাকতে হবে। তিনি সবাইকে মনে করে দিয়েছেন বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের সেই বিখ্যাত উক্তি, ‘কখনো ব্যর্থ না হওয়া গৌরবের নয়। বরং প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো সত্যিকার অর্থে গৌরবের।’