জুভেন্টাস ছাড়ছেন রোনালদো?

জুভেন্টাস ছেড়ে দিচ্ছে রোনালদোকে? ছবি: এএফপি
জুভেন্টাস ছেড়ে দিচ্ছে রোনালদোকে? ছবি: এএফপি
>করোনা-ধাক্কায় জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো।

করোনাভাইরাসের কারণে কি শেষ পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক চুকে-বুকে যাবে? করোনা-ধাক্কায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত জুভেন্টাস নাকি শেষ পর্যন্ত ছেড়ে দিতে পারে পর্তুগিজ তারকাকে।


করোনা-সংক্রমণ এখন গোটা দুনিয়ারই সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা নিয়ে রীতিমতো যুদ্ধাবস্থায় দেশগুলো। ব্যবসা-বাণিজ্য স্থবির গোটা দুনিয়ারই। খেলাধুলাও থমকে গেছে। ইতালিতে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, মানুষ মরছে শয়ে শয়ে, স্পেনের অবস্থাও একই। পৃথিবীর সবচেয়ে অর্থকরী ফুটবল লিগগুলো বন্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে খেলোয়াড়দের বেতনও দিতে পারছে না ক্লাবগুলো। বার্সেলোনা লিওনেল মেসিদের ৭০ শতাংশ বেতন কেটে রাখতে চাচ্ছে। জুভেন্টাস ফুটবলাররা তো চার মাসের বেতন ছেড়েই দিচ্ছেন বাকি ক্লাব-স্টাফদের স্বার্থে। এই অবস্থায় বার্ষিক ৩১ মিলিয়ন ইউরোর রোনালদোকে পোষা জুভেন্টাসের পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

২০১৮ সালে বাৎসরিক ৩১ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। পারফরম্যান্সও মন্দ নয় তাঁর এখানে। গোল করে যাচ্ছেন একের পর এক। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ২৮ গোলের পর এবার সিরি ‘আ’তে ২০ ম্যাচে করেছেন ২১ গোল। জুভেন্টাস তাঁকে ২০২৪ পর্যন্ত রেখে দেওয়ার চুক্তি করবে, এমনটা যখন শোনা যাচ্ছিল, ঠিক তখনই করোনার হামলা। এখন ২০২২ সাল পর্যন্ত চুক্তিটাই না থমকে যায় অসময়ের—এমন শঙ্কা কিন্তু দিন দিন বাড়ছেই।