এবার এগিয়ে এলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা

জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার প্রথম শ্রেণির ক্রিকেটাররা এগিয়ে এসেছেন করোনা তহবিল সমৃদ্ধ করতে। ফাইল ছবি
জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার প্রথম শ্রেণির ক্রিকেটাররা এগিয়ে এসেছেন করোনা তহবিল সমৃদ্ধ করতে। ফাইল ছবি

জাতীয় দলের ক্রিকেটাররা এগিয়ে এসেছিলেন সবার আগে। করোনাভাইরাস সংকটের সময় সরকারের তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে দেন তামিম-মুশফিকরা।

এবার দেশের সকল প্রথম শ্রেণির ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে সাহায্য করবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির প্রথম শ্রেণির তালিকাভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৯১। প্রত্যেকেই নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা করোনা তহবিলে দিচ্ছে। সব মিলিয়ে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা করোনার তহবিলে জমা দিচ্ছে ক্রিকেটাররা।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল আশা করছেন, ক্রিকেটারদের মতো ক্রিকেট সংশ্লিষ্ট আরও অনেকেই কোয়াবের করোনা তহবিল সমৃদ্ধ করতে এগিয়ে আসবে, ‘৯১ জন ক্রিকেটার এগিয়ে এসেছে। আমরা আশা করছি সাবেক-বর্তমান ক্রিকেটাররা, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট অনুরাগী সবাই যার যার মতো করে সাহায্য করবে। আমরা এখন পর্যন্ত খুব ভালো সাড়া পাচ্ছি।’