'ওরা সবাই ট্রাম্পের মতো'

করোনাকে উপেক্ষা করেছিলেন ট্রাম্প, তার মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি
করোনাকে উপেক্ষা করেছিলেন ট্রাম্প, তার মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

অসচেতনতা ও অবহেলা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ার পেছনে এ দুটি শব্দই দায়ী। অধিকাংশ দেশই ‘সামান্য সর্দি কাশি’ ভেবেছিল করোনাভাইরাসকে। তাই সীমানা নিয়ন্ত্রণ, জনসমাগম এড়ানো ও কোয়ারেন্টিনকে গুরুত্ব দিতে চায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এর সবচেয়ে বড় উদাহরণ। দেশের আর্থিক ব্যবস্থা সচল রাখাই তাঁর কাছে বেশি গুরুত্ব পেয়েছে। এর ফল ভোগ করছে যুক্তরাষ্ট্র।

করোনায় মৃতের সংখ্যা স্পেন ও ইতালিতে ১০ হাজার পেরিয়েছে। কিন্তু এ দুটি দেশে করোনা তীব্র আজকার বহু আগেই ধারণ করেছে। কিন্তু জানুয়ারিতেই প্রথম রোগীর দেখা পেয়েও হেলাফেলা করেছে যুক্তরাষ্ট্র। করোনা পরীক্ষা সহজলভ্য করেনি শুরুতেই। একবার সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই করোনার বাস্তব রূপ দেখছে দেশটি। এই প্রথম কোনো দেশে করনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা কয়েক দিনেই পাঁচ হাজার পেরিয়ে গেছে। ডাচ কিংবদন্তি মার্ক ওভারমার্সের দাবি, তাঁর দেশের ফুটবল কর্মকর্তারাও ট্রাম্পের মতো আচরণ করছে। মানুষের মূল্যের চেয়ে অর্থকে প্রাধান্য দিচ্ছে।

ইউরোপ জুড়েও করোনার প্রকোপে সব ফুটবল লিগ থেমে গেছে (বেলারুশ বাদে)। এর মাঝে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) অনির্দিষ্ট কালের জন্য চ্যাম্পিয়নস লিগও স্থগিত ঘোষণা করেছে। আর জানিয়ে এ মৌসুমের লিগ যদি শেষ করতেই হয় তবে সেটা ৩ আগস্টের মধ্যে করতে হবে। নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন (কেএনভিবি) এরপরই বিবৃতি দিয়ে জানিয়েছে, যে কোনোভাবেই হোক ইউরোপের আর সব দেশের মতো লিগ শেষ করার চেষ্টা করবে তারা। যার অন্য অর্থ জুনের মাঝামাঝি লিগ আবার চালু হবে।

বর্তমান চ্যাম্পিয়ন আয়াক্স এবারও শীর্ষে আছে। ফলে লিগ চালু হওয়ার মতো সিদ্ধান্তে তাদের ক্ষতি নেই। কিন্তু যেখানে মানুষ জীবন নিয়ে শঙ্কায় সেখানে আবার লিগ চালু করে খেলোয়াড় ও অন্য কর্মকর্তাদের ঝুঁকির মধ্যে ফেলা একদমই পছন্দ হয়নি আয়াক্সের ক্রীড়া পরিচালক ওভারমার্সের, ‘লিগ শেষ, জীবন বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে কেন মানুষের জীবনের চেয়ে টাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? আমি আশা করেছিল কেএনভিবিনিজ থেকে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু তারা উয়েফার আড়ালে থাকল।’

বিভিন্ন দেশে লিগ চালু করার চেষ্টার কথা শোনা যাচ্ছে। কারণ অধিকাংশ ক্লাবই টিভি স্বত্বের আয়ের ওপর নির্ভর করে। কিন্তু ডাচ লিগে এমন কিছু করার কারণ খুঁজে পাচ্ছেন না সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা, ‘আমার এটা বুঝতে কষ্ট হচ্ছে। নেদারল্যান্ডসে আমরা টিভি স্বত্বের ওপর অতটা নির্ভরশীল নই যতটা স্পেন, ইংল্যান্ড, ইতালি বা জার্মানি নির্ভর করে। আমার ধারণা উয়েফা ওদের চাপ দিয়েছে যেকোনো মূল্যে লিগ চালু করার জন্য।’

আয়াক্স কিংবদন্তির চোখে এভাবে মানুষের জীবনের চেয়ে আর্থিক লাভকে বেছে নেওয়াটা মনে হচ্ছে আত্মঘাতী। কিছুদিন আগেও ট্রাম্প বারবার করোনায় বাসায় বসে না থেকে কাজে ফিরে যেতে বলেছেন সবাইকে। এখন বলছেন মৃতের সংখ্যা লাখের নিচে রাখতে পারলেই তারা সফল। ওভারমার্সের চোখে উয়েফাও ট্রাম্পের মতো অর্থলোভী, ‘উয়েফা ও কেএনভিবির বিবৃতি ও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মধ্যে মিল খুঁজে পাচ্ছি। এক সপ্তাহ আগেও তিনি বলছিলেন, করোনার চেয়ে অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্র অবহেলার ফল ভোগ করছে। ৫০ হাজারের কাছাকাছি মানুষকে করোনার কাছে হারিয়েও কি শিক্ষা নেবে না উয়েফা?