বেতন কমাবেন না, এমন গুঞ্জনে দুঃখ পেয়েছেন সুয়ারেজ

এবার মুখ খুললেন সুয়ারেজও। ছবি: রয়টার্স
এবার মুখ খুললেন সুয়ারেজও। ছবি: রয়টার্স

টিকে থাকাই দায় হয়ে উঠেছে ফুটবল ক্লাবগুলোর জন্য। মাঠে খেলা না থাকায় ক্লাব সংশ্লিষ্ট সবার বেতন দিতে হিমশিম খাচ্ছে তারা। এ অবস্থায় ক্লাবের সবচেয়ে বেশি বেতনভোগী অর্থাৎ খেলোয়াড়েরাই হাত বাড়িয়ে দিচ্ছেন। স্পেন ও ইতালির মতো দেশগুলোতে বড় ক্লাবের খেলোয়াড়েরা এ সময় বেতন কম নেওয়ার ঘোষণা দিচ্ছেন।

জুভেন্টাসের খেলোয়াড়েরা বেতন নিচ্ছেন না চার মাসের জন্য। বার্সেলোনার দেখাদেখি কাল ৭০ ভাগ বেতন কম নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়েরাও। অথচ মাঝে এক সপ্তাহ স্প্যানিশ সংবাদমাধ্যম সরগরম ছিল এই ক্লাবের খেলোয়াড়দের নিয়ে। তারা বলছিল, ৭০ ভাগ বেতন কোনো মেনে নিতে পারছেন না খেলোয়াড়েরা।
লিওনেল মেসি তাই নিজেদের বেতন কমানোর কথা ইনস্টাগ্রামে পোস্ট করেই জানিয়েছেন। সে সঙ্গে বিবৃতিতে ক্লাবকে খোঁচা দিয়েছেন তাদের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে। তাঁর বন্ধু লুইস সুয়ারেজও জানালেন এ নিয়ে তাঁর ক্ষোভের কথা, ‘দলের বেতন কাটা নিয়ে অনেক কষ্টদায়ক কথা বলা হয়েছে। মানুষ বলেছে, খেলোয়াড়েরা নিজে থেকে এটা মানতে চায়নি। আবার বলা হয়েছে ক্লাবের অন্য খেলোয়াড়েরা একটা ঐকমত্যে পৌঁছেছে এ নিয়ে। অথচ আমরা সম্ভাব্য সেরা সমাধানটাই খুঁজছিলাম তখন।’

খেলোয়াড়দের নিয়ে এভাবে কোনো প্রমাণ ছাড়া প্রতিবেদন প্রকাশ নিয়েও দুঃখিত উরুগুইয়ান ফরোয়ার্ড, , ‘মানুষ যখন এমন কিছু বলছিল, খুব আহত হয়েছি। কারণ, আমরাই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করার। আমরা জানি ক্লাবের কী অবস্থা। মূল স্কোয়াডের কেউ বেতন কাটা নিয়ে আপত্তি করেনি। ক্লাব ও খেলোয়াড় এ ব্যাপারে একমত ছিল। অধিনায়ক এ নিয়ে সভাপতির সঙ্গে কথা বলেছেন এবং কেউই এতে আপত্তি করেনি।’