'টেস্ট' হবে এজবাস্টনে

এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামের একাংশ। ফাইল ছবি
এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামের একাংশ। ফাইল ছবি

‘টেস্ট’ হবে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। তবে সেই টেস্টের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামটিতে গড়ে উঠতে যাচ্ছে করোনাভাইরাস শনাক্ত করার জন্য ‘টেস্ট’ সেন্টার। বার্মিংহামের মাঠটি ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম ভেন্যু। সম্প্রতি এক টুইট বার্তায় তারা জানিয়েছে, স্টেডিয়ামের একটি অংশ ইংল্যান্ডের এনএইচএস কর্মীদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। যেখানে তাঁরা করোনাভাইরাস শনাক্তের কাজ করবেন।

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইটা জিততে হবে। আর এ লড়াই জিততে হলে সবাইকে কাজ করতে হবে এক যোগে। তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ওয়ারউইকশায়ারের প্রধান নিবার্হী নিল স্নোবল, ‘করোনাভাইরাস মহামারির এই সময়ে এনএইচএসের স্টাফরা দুর্দান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের স্টেডিয়ামটি তাঁদের ব্যবহার করতে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যকর্মীদের অনেকেই। এজবাস্টন স্টেডিয়ামে শুধু তাদেরই পরীক্ষা করা হবে। এনএইচএসের এক মুখপাত্র বলেছেন, ‘এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড এই ব্যবস্থা নেওয়ায় স্টাফদের মধ্যে কারও লক্ষণ প্রকাশ পেলে তাদের পরীক্ষা করানোটা আরও সহজ হবে।’