৩০ ভাগ বেতন কমছে সালাহ-আগুয়েরোদের

বেতন কমছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দেরও। ফাইল ছবি
বেতন কমছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দেরও। ফাইল ছবি
>ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের ৩০ ভাগ বেতন কাটার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া অনির্দিস্টকালের জন্য লিগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেতন কাটার ঘোষনা কেন দেওয়া হচ্ছে না, এই নিয়ে সমালোচনা কম হয়নি গত তিন–চার দিনে। ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর ‘নৈতিকতা শূন্য’ এমন দাবি করেছিলেন দেশটির শীর্ষ এক কর্মকর্তা। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও খেলোয়াড়দের অনুরোধ করেছিলেন বেতন কম নিয়ে করোনাভাইরাসের সময়ে অবদান রাখতে। অবশেষে আজ সিদ্ধান্ত হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন শতকরা ৩০ ভাগ কমিয়ে দেবে। এ নিয়ে পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে। প্রিমিয়ার লিগগুলোর ক্লাবগুলো কাল ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুধু বেতন কাটাই নয়, প্রিমিয়ার লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়েছিল লিগ। প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের ইএফএল ও ন্যাশনাল লিগের ক্লাবগুলোকে সাড়ে ১২ কোটি পাউন্ড (প্রায় ১২৯৯ কোটি টাকা) ও দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) ২ কোটি পাউন্ড (প্রায় ২০৮ কোটি টাকা) অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছে।

লিগ আবারও শুরুর ব্যাপারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলেছে, ‘খেলা তখনই মাঠে ফিরবে যখন সরকারের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে ও স্বাস্থ্য বিভাগ অনুমতি দেবে। তবে এটি নিশ্চিত মে মাসের শুরুতে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে না। ২০১৯–২০ মৌসুম তখনই শুরু হবে যখন পরিস্থিত স্বাভাবিক ও নিরাপদ হবে।’

এর আগে খেলোয়াড়দের বেতন না কমিয়ে কিছু স্বল্প বেতনের কর্মীকে বিনা বেতনে ছুটি দিয়ে দিয়েছিল টটেনহাম ও আরও দুটি ক্লাব। তাতে সমালোচনার ঢেউ বয়ে যায় যুক্তরাজ্যজুড়ে। ক্লাবগুলোর নীতি আর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে।

আজ ভিডিও কনফারেন্সের পর প্রিমিয়ার লিগ জানায় তারা মানুষের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, ‘আমরা আবারও বলছি আমাদের কাছে স্বাস্থ্য ও দেশের মঙ্গলে সাহায্য করাই সবার আগে। খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্লাব কর্মচারি ও সমর্থকেরাও এর বাইরে নয়।’

আগামীকাল প্রিমিয়ার লিগ, খেলোয়াড় ও ক্লাবের প্রতিনিধিরা আবারও বসবেন প্রস্তাবিত বেতন কাটা নিয়ে আলোচনা করতে। এই আলোচনাতেই আমন্ত্রণ জানানো হবে পিএফএকে।