করোনার বিরুদ্ধে সম্মিলিত লড়াই চান সাবিনা-মারিয়ারা

করোনাভাইরাসে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। ব্যতিক্রম নয় বাংলাদেশও। একইভাবে বিশ্ব ক্রীড়া তারকারা বর্তমান পরিস্থিতিতে সচেতনতামূলক নানা পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশের খেলোয়াড়েরাও পিছিয়ে নেই। আজ যেমন বাংলাদেশ নারী ফুটবল দলের তিন খেলোয়াড় এক ভিডিও বার্তায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার আঁখি খাতুন ও মিডফিল্ডার মারিয়া মান্দা অভিন্ন সুরে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবার ঘরে থাকা উচিত। হাত পরিষ্কার রাখা উচিত। সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তাঁরা বলেন, ‘নিজে সুস্থ থাকতে হবে। সুস্থ রাখতে হবে পরিবারকেও।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে চলার কথাও বলেছেন তাঁরা। সাবিনা খাতুন বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বব্যাপী বাড়ছে। সম্মিলিতভাবে আমাদের অবশ্যই এটা প্রতিহত করতে হবে।’

বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত মাসেই নারী ফুটবল দলের ক্যাম্প ছুটি দিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বর্তমানে নারী ফুটবলাররা আছেন নিজ নিজ বাড়িতে। সাবিনা খাতুন সাতক্ষীরায়, মারিয়া ময়মনসিংহ, আঁখি সিরাজগঞ্জ অবস্থান করছেন। ঘরে যতটুকু ফিটনেস অনুশীলন করা যায়, ঠিক ততটুকুই তাঁদের করতে বলেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী। তাঁর কথা,‌ ‘এই সময়ে ফিটনেস, অনুশীলন কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। মেয়েদের বলা হয়েছে সুস্থ আর নিরাপদ থাককে। ফিটনেস অনুশীলন করতে পারলে ভালো না পারলেও ক্ষতি নেই।’