দিবালাদের মাঠে ফিরতে বহু দেরি

শিগগিরই আবার শুরু হচ্ছে না ইতালির ফুটবল কার্যক্রম। ফাইল ছবি
শিগগিরই আবার শুরু হচ্ছে না ইতালির ফুটবল কার্যক্রম। ফাইল ছবি

কবে শেষ হবে করোনার ধ্বংসলীলা? আর কবেই বা আবার মাঠে গড়াবে খেলা? এই প্রশ্নের উত্তর খুঁজছে বিভিন্ন খেলার সংগঠক, ক্লাব, খেলোয়াড় আর খেলাপ্রেমী মানুষেরা। কিন্তু উত্তর একটাই-কেউ জানে না কবে আবার মাঠে গড়াবে খেলা!

ইতালিয়ান সিরি আ শুরুর করার সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছিল মে মাস। কিন্তু করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ আকার ধারণ করছে। এক ইতালিতেই মারা গেছেন ১৪ হাজারের বেশি মানুষ। পুরো বিশ্বে প্রায় ৬০ হাজার। এমন সময়ে খেলা মাঠে ফেরানোর কথা কীভাবে ভাববে কেউ?

এরপরও ইতালির সিরি আ কর্তৃপক্ষ আর ইতালিয়ান প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গত পরশু আলোচনায় বসেছিল। খেলা শুরু করা যায় কিনা সেটিই ছিল আলোচনার বিষয়? ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া সে সভায় সিরি আর প্রতিটি ক্লাবেরই প্রতিনিধিও ছিলেন। সভা শেষে যে বার্তা এসেছে তার মর্মার্থ একটাই—পাওলো দ্বিবালা-ক্রিস্টিয়ানো রোনালদোদের মাঠে ফিরতে বহু দেরি! সিদ্ধান্ত হয়েছে, ‘এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত খেলা মাঠে গড়াবে না।’

সভা শেষে সিরি আ কর্তৃপক্ষ আর ইতালিয়ান প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘সিরি আ আর ইতালিয়ান কাপের অবশিষ্ট ম্যাচগুলো শেষ করার সম্ভাবনা নিয়ে সিরি আ শুধু এটুকুই বলতে পারে যে যখন বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটবে, ঠিক তখনই আবার খেলা শুরু হতে পারে।’