রোনালদোকে যেখানে মেসির চেয়েও এগিয়ে রাখছেন কোহলি

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো
>লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? সেরা ফুটবলার হিসেবে তাঁদের মধ্যে একজনকে বেছে নেওয়ার কারণ জানালেন বিরাট কোহলি

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো?

তর্কটা আজকের না। এই প্রশ্ন উঠছে এক দশকের বেশি সময় ধরে। চলছে তর্ক-বিতর্ক, পক্ষে-বিপক্ষে যুক্তি। যে যাঁর মতো সেরা ফুটবলার হিসেবে বেছে নিচ্ছেন মেসি অথবা রোনালদোকে। বিরাট কোহলিরও নিজস্ব পছন্দ আছে এ নিয়ে। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে সে কথাই বলেছেন ভারতীয় অধিনায়ক। মেসির চেয়ে রোনালদোকে কেন বেশি পছন্দ করেন, সে কথাই বলেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

রোনালদোকে নিয়ে কোহলি বলেন, ‘কাজের প্রতি নৈতিকতা, ভালোবাসা এবং বাইরের সব কথাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাওয়ার সামর্থ্যের জন্য আমি তাঁকে (রোনালদো) পছন্দ করি।’ জুভেন্টাস তারকার প্রতি নিজের দুর্বলতার কথা আগেও স্বীকার করেছেন কোহলি। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে কোহলি এর আগে বলেছিলেন, ‘মেসি অসাধারণ, নিখাদ প্রতিভা। তার সামর্থ্যের সঙ্গে কারও তুলনা চলে না। তবে ম্যাচে প্রতি মিনিটে নিজেকে নিংড়ে দেওয়ার ইচ্ছাশক্তিটাই আমার কাছে বড় বিষয়। রোনালদো এ জায়গায় বাকিদের চেয়ে আলাদা। সর্বোচ্চ পর্যায়ের খেলায় সবারই প্রতিভা থাকে, তবে রোনালদোর মতো ইচ্ছাশক্তি অন্য কারও আছে বলে মনে করি না।’

করোনাভাইরাস মহামারি হয়ে ওঠায় থমকে গেছে ক্রীড়াঙ্গন। প্রায় সব দেশেই বন্ধ রয়েছে খেলা। এ সময় ঘরে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন তারকারা। পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন কোহলি, ‘আমার সঙ্গে যারা দ্রুত দৌড়াতে পারে তাদের সঙ্গে ব্যাট করাটা উপভোগ করি। তাই ভারতের হয়ে খেললে ধোনি, আইপিএলে আরসিবির হয়ে খেললে এবি ডি ভিলিয়ার্স—এ দুজনের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করি। এমনকি ব্যাটিংয়ের সময় আমরা কথা পর্যন্ত বলিনা।’