দরজা বন্ধ রেখে ম্যাচের কথা ভাবছেন তিনি

জাস্টিন ল্যাঙ্গার। ছবি: এএফপি
জাস্টিন ল্যাঙ্গার। ছবি: এএফপি

খেলার দুনিয়া স্থবির। গোটা পৃথিবীতেই তো তাই! করোনাভাইরাস সংক্রমণে চারপাশে ‘লকডাউন’ অবস্থা। জাস্টিন ল্যাঙ্গার এর মধ্যেই ক্রিকেট খেলতে চাইছেন না। তবে অস্ট্রেলিয়া দলের এই প্রধান কোচ বেশ সাহস নিয়েই বললেন, করোনা মহামারি শেষ হলে ‘রুদ্ধদ্বার’ ম্যাচ খেলতে তাঁর আপত্তি নেই।

গত ১৩ মার্চ সিডনিতে নিউজিল্যান্ডের ওয়ানডে দর্শক ছাড়াই খেলেছে অস্ট্রেলিয়া। করোনার সংক্রমণ মহামারি রূপ ধারণ করায় এরপর তো সিরিজটি স্থগিত হয়ে গেল। বিবিসি রেডিও ফাইভ লাইভকে ল্যাঙ্গার বলেছেন, তিনি দর্শকহীন মাঠে খেলতে রাজি আছেন। বিষয়টি একটু বুঝিয়ে বললেন ল্যাঙ্গার, ‘অপ্রাপ্ত বয়সে ক্রিকেট খেলার সময় কিন্তু কোনো দর্শক ছিল না। বড় জোর মা, বাবা, ভাই-বোন এসেছে, বিরক্ত হয়ে চলেও গেছে। কিন্তু সতীর্থ এবং এই খেলাটাকে আমরা ভালোবাসি বলেই খেলে গিয়েছি। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সৌভাগ্যবান, কারণ তারা মাঠে নামলেই প্রচুর দর্শক হয়।’

ল্যাঙ্গার এরপর দর্শকহীন মাঠে খেলা প্রসঙ্গে বলেন, ‘খেলাটির প্রতি ভালোবাসা থেকেই এটা করতে হবে, টেলিভিশন-রেডিওতে যেহেতু এখনো সবাইকে বিনোদন দেওয়া সম্ভব হচ্ছে, তাই এটার মূল্য আছে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন গত সপ্তাহে বলেছিলেন, জুনে তাদের পরবর্তী সফর বাংলাদেশে। এটি যে না হওয়ার শঙ্কাই বেশি, তা বোঝার জন্য ‘জ্যোতির্বিদ’ হওয়ার দরকার নেই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। ইংলিশ অধিনায়ক এউইন মরগান এর আগে বলেছিলেন, অস্ট্রেলিয়ার সিরিজটি দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হতে পারে।