করোনায় মাকে হারালেন গার্দিওলা

পেপ গার্দিওলা। ছবি: এএফপি
পেপ গার্দিওলা। ছবি: এএফপি

এই কদিন আগেই স্পেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ লাখ ইউরো দান করেছিলেন পেপ গার্দিওলা। যাতে সেই অর্থ দিয়ে চিকিৎসার কাজে নিয়োজিত সবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নিরাপত্তা সরঞ্জামাদি কেনা যায়। সবাইকে চিকিৎসকের পরামর্শ মানতে আর ঘরে থাকতে অনুরোধও জানিয়ে কদিন আগে ভিডিও-ও প্রকাশ করেছিলেন গার্দিওলা। কিন্তু প্রাণঘাতী ভাইরাসটাকে নিজের ঘরের বাইরেই রাখা সম্ভব হলো না ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচের।

বিশ্বজুড়ে শত শত পরিবারের মতো করোনাভাইরাস দুঃস্বপ্ন হয়ে এল গার্দিওলার পরিবারেও। প্রাণঘাতী এই অদৃশ্য শত্রু কেড়ে নিয়েছে গার্দিওলার মা দোলোরস সালা কারিকে। সিটি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে সেটি।

টুইটারে সিটির অফিশিয়াল অ্যাকাউন্টে লেখা বিবৃতিতে শোক, ‘খুব দুঃখের সঙ্গে ম্যানচেস্টার সিটি পরিবার জানাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ পেপের (গার্দিওলা) মা দোলোরস সালা কারি বার্সেলোনার মানরেসায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পেপ, তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সবচেয়ে কঠিন এই সময়ে ক্লাবের সঙ্গে জড়িত সবাই হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছে।’

গার্দিওলা যেখানে বড় হয়েছিলেন, বার্সেলোনার সেই সান্তপেদোর গ্রামেই থাকতেন তাঁর মা-বাবা। পরিবারে চার সন্তানের মধ্যে তৃতীয় গার্দিওলার শোকে সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, গার্দিওলার সাবেক দুই ক্লাব বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ আরও অনেক ক্লাব।

আজ সোমবার স্পেনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬৩৭ জন। এ নিয়ে স্পেনে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।