টেন্ডুলকার-লারা গেল তল, কোহলি বলে...

কোহলিকে নিয়ে মন্তব্য করেছেন ওয়াকার। ছবি : এএফপি
কোহলিকে নিয়ে মন্তব্য করেছেন ওয়াকার। ছবি : এএফপি
>

বিরাট কোহলিকে বল করতে তাঁর কোনো সমস্যা হতো না, জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস।

ওয়াসিম আকরাম বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের ভক্ত। ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন বহু বার। কিছুদিন আগে কোহলিকে নিয়ে ওয়াসিম বলেছিলেন, তরুণ বয়সে তাঁর মুখোমুখি হলে বল করা সমস্যা হয়ে যেত। কথাটা ভালো লাগেনি ওয়াসিমেরই সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের।

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা পেস জুটির মধ্যে ওয়াসিম-ওয়াকার অবশ্যই থাকবেন। ‌‌'টু ডব্লিউ' নামে খ্যাতি পাওয়া এ জুটি একে-অপরের সামর্থ্য জানেন বেশ ভালো করেই। ওয়াসিম অনেকের কাছেই সর্বকালের সেরা বাঁ হাতি পেসার। সুইংয়ে ওয়াসিমের জুড়ি মেলা ভার ছিল। ওদিকে ওয়াকারও অন্যতম সেরা, রিভার্স সুইং আর ইয়র্কারে ছিলেন সিদ্ধহস্ত। কোহলিকে নিয়ে সতীর্থের মন্তব্য ভালো ভাবে নিতে পারেননি বর্তমানে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে থাকা ওয়াকার। তাঁর ভাষায়, 'আমি এমন মন্তব্য করব না। কারণ খেলোয়াড়ি জীবনে কোহলির মতো ব্যাটসম্যান পাইনি বললে ভুল হবে।'

পাকিস্তানের সাবেক এই প্রধান কোচ আরও বলেন, 'বিশ্বের অন্যতম সেরা কিছু ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি জীবনে। এদের মধ্যে রয়েছেন শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মার্টিন ক্রো এবং ভিভ রিচার্ডসের মতো তারকারা। তাদের বিপক্ষে বল করে সুনামও কুড়িয়েছি অনেক।' এরপর ওয়াসিমের মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করেন সর্বকালের অন্যতম সেরা এ পেসার, 'আমি ওয়াসিমের কথাকে প্রশ্নবিদ্ধ করব। কারণ তখন আমরা বেশ দক্ষ ছিলাম। এখন খেললেও সে দক্ষতার কোনো ঘাটতি হতো না।'

দেখা যাক, ওয়াসিম সাবেক বোলিং-সঙ্গীর মন্তব্যের জবাবে কিছু বলেন কী না!