সাকলায়েনের চেহারাই বদলে দিল তাঁর মেয়ে

সাকলায়েনের চেহারাটা এভাবে বদলে দিয়েছে তাঁর মেয়ে। ছবি: টুইটার
সাকলায়েনের চেহারাটা এভাবে বদলে দিয়েছে তাঁর মেয়ে। ছবি: টুইটার

মেয়েরা নাকি বাবা-ন্যাওটা হয় বেশি। ন্যাওটা হয় বলেই বাবা কি তার মেয়ের আবদার দ্রুত না মিটিয়ে পারেন? সাকলায়েন মুশতাকের কথাই ধরুন। পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনারকে স্বভাববিরুদ্ধ এক কাজ করতে হলো মেয়ের আবদারে।

করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে সবাই এখন ঘরে। একটানা ঘরে অলস সময় কাটানো বেশ কষ্টের। তবে ঘরে পরিবার থাকলে পোয়াবারো। সন্তানের সঙ্গে বোঝাপড়াটা যদি হয় সাকলায়েনের মতো তাহলে তো কথাই নেই। খারাপ লাগার প্রশ্নই ওঠে না। কাল টুইটারে সাকলায়েনের ভিডিও দেখে ভক্তদেরও নিশ্চয়ই এমন মনে হয়েছে! মজার সে ভিডিওতে তাঁকে এক লহমায় চিনে নেওয়া কষ্টই ছিল। মাথায় মেয়েদের গোলাপি পরচুলা, গোলাপি লিপস্টিক, চোখে আই লাইনার ও আই শ্যাডো। এ কোন সাকলায়েন!

মেয়েদের সাজ নিয়ে কাল টুইটারে একটি ভিডিও ছেড়েছেন সাবেক এ ক্রিকেটার। পাশে ছিলেন তাঁর মেয়ে। বাসায় সময়টা তাঁরা কেমন উপভোগ করছেন জানিয়েছেন সে কথা। ওই অদ্ভুত সাজ পোশাক কেন এবং কার জন্য, সে কথাও জানিয়েছেন ‌‘দুসরা’ বিশেষজ্ঞ। ভিডিওতে মেয়েকে দেখিয়ে সাকলায়েন বলেন, ‘কয়েক বছর আগে সে আমার মেক আপ করেছিল। সে ভিডিও টুইটারে ছাড়ার পর অনেকে পছন্দও করেছে। আজ সে (মেয়ে) জোর করেই আমার মেক আপ করে নতুন এ চেহারা দিয়েছে। আমার পরচুলা তো দেখতেই পাচ্ছেন।’

ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা স্পিনার তিনি। ৪৯ টেস্ট ও ১৬৯ ওয়ানডেতে যথাক্রমে ২০৮ ও ২৮৮ উইকেট তাঁর ঝুলিতে। ৪৩ বছর বয়সী সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার ভিডিওতে ভক্তদের কিছু পরামর্শও দিলেন, ‘আমরা সবাই কোয়ারেন্টিনে আছি। ঘরে থাকুন। নিরাপদ থাকুন, দেখতে সুন্দর হয়ে উঠুন। ভালোবাসার মানুষদের সঙ্গে সময়টা উপভোগ করুন।’

সাকলায়েনের ভিডিওতে পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদের মন্তব্য, ‘সাকি ভাই আপনাকে দুর্দান্ত লাগছে। খুব ভালো।’ পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আতিকুজ্জামান টুইট করেন, ‘বাবা হলে এমন বাবা হতে হয়।’

২০১৫ সালে একবার সাকলায়েনকে মেয়েদের মেকআপ নিতে হয়েছিল। সাকলায়েন যেটা বললেন, সেবারও নিজের মেয়ের জোরাজুরিতে বাধ্য হয়েছিলেন তিনি। সত্যিই বাবাদের কত আবদার মেটাতে হয়! তাতেই বোধ হয় সন্তুষ্টি, সাকির হাসিমুখ কিন্তু সে কথাই বলে।

সাকলায়েনের মেয়ে সাজার ভিডিও লিংক