ভারত-পাকিস্তান সিরিজ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই?

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব শোয়েব আখতারের। ছবি: এএফপি
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব শোয়েব আখতারের। ছবি: এএফপি
>করোনার বিরুদ্ধে লড়ছে গোটা পৃথিবী। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার এই সময় অর্থ সংগ্রহের জন্য ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দিয়েছেন

এমন প্রস্তাব বোধ হয় শোয়েব আখতারের মাথা থেকেই এ সময় আসতে পারে। করোনাভাইরাসের আক্রমণে সারা দুনিয়া যখন দিশেহারা। উপমহাদেশের প্রতিটি দেশ যখন সীমিত সম্পদ নিয়ে এই ভয়ংকর সময় মোকাবিলায় ব্যতিব্যস্ত, তখন ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রস্তাব কেমন যেন বেসুরো ঠেকে না! পাকিস্তানের সাবেক গতি তারকা এই সময় তিন ম্যাচের একটি ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন, যে সিরিজের আয় ব্যয় হবে ভারত ও পাকিস্তানে করোনার বিরুদ্ধে লড়াইয়ে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘এ সময় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি তিন ম্যাচের ক্রিকেট সিরিজ আয়োজন করা যেতে পারে। করোনা-আতঙ্কে সবাই এখন ঘরে বসে আছে। এর মধ্যে এ সিরিজের টেলিভিশন দর্শকের পরিমাণ কেমন থাকবে, একবার চিন্তা করে দেখুন তো। কোনো নিরপেক্ষ ভেন্যু, সেটি দুবাইও হতে পারে। দুই দল ভাড়া করা উড়োজাহাজে সেখানে যাবে এবং সিরিজটি খেলবে। এ সিরিজ থেকে যে বিপুল অর্থ আয় হবে, সেটা তুলে দেওয়া হবে করোনার বিরুদ্ধে লড়াই করা ভারত ও পাকিস্তান সরকারের হাতে।’

করোনার কারণে সারা দুনিয়াতেই খেলাধুলা এ মুহূর্তে বন্ধ। ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো বন্ধ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বন্ধ। নজিরবিহীনভাবে পিছিয়ে গেছে টোকিও অলিম্পিকের আসর। পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ক্রিকেটও বন্ধ গোটা দুনিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ড হাজার কোটি রুপির ক্ষতি মাথায় নিয়ে স্থগিত করেছে আইপিএল। সব দেশেরই ঘরোয়া ক্রিকেট বন্ধ। এই সময় শোয়েবের ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে!