'ভারতের টাকার দরকার নাই'

শোয়েবের প্রস্তাব পছন্দ হয়নি কপিল দেবের। ফাইল ছবি
শোয়েবের প্রস্তাব পছন্দ হয়নি কপিল দেবের। ফাইল ছবি
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজ আয়োজন করে যে তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব, সেটি উড়িয়ে দিলেন কপিল দেব


ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই দর্শকদের জন্য উপভোগ্য ম্যাচ! দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং সীমান্তে সামরিক উত্তেজনা মিলিয়ে দুই দেশের ব্যাট আর বলের লড়াই যেন স্নায়ুক্ষয়ী উত্তেজনা। যে লড়াইয়ের টিভি স্বত্ব পাওয়ার জন্য কোটি কোটি রুপি ব্যয় করতে প্রস্তুত টেলিভিশন চ্যানেলগুলো। সম্প্রচার থেকে মোটা অঙ্কের রাজস্ব পাওয়ার ব্যাপারটা মাথায় রেখেই পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার দর্শকশূন্য মাঠে ভারত-পাকিস্তানের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলেন। যা থেকে পাওয়া অর্থ দুই দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হবে।

কিন্তু শোয়েবের এমন প্রস্তাব উড়িয়ে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বলছেন, ‘ভারতের টাকার দরকার নেই।’ করোনায় আক্রান্ত হয়ে দেশে দেশে মারা যাচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে কোনো ক্রিকেট আয়োজন না করে করোনার বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের ওপরই জোর দিয়েছেন কপিল।

শোয়েবের প্রস্তাবকে ‘অবাস্তব’ জানিয়ে কপিল বলছেন, ‘সে তার মতামত দিয়েছে। কিন্তু আমাদের অর্থ সংগ্রহের দরকার নেই। আমাদের যথেষ্ট (অর্থ) আছে। এখন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কঠিন এই পরিস্থিতির মোকাবিলা করা।’

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই ৫১ কোটি ভারতীয় রুপি দান করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে। প্রয়োজন পড়লে বিসিসিআই আরও অর্থ দেবে বলে মনে করেন কপিল, কিন্তু অর্থ সংগ্রহের জন্য এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলাটাকে যৌক্তিক মনে করেন না তিনি। ক্রিকেট নয়, এখন মানুষের জীবন বাঁচানোর ওপরই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হচ্ছে তাঁর, ‘ তিনটি ম্যাচ থেকে কত অর্থ আসবে? আমি মনে করি আগামী ছয় মাস ক্রিকেট নিয়ে ভাবাই উচিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্রিকেট শুরু হবে। দেশের চেয়ে ক্রিকেট বড় হতে পারে না।’