'মৌসুম বাতিল করো, শিরোপা দাও লিভারপুলকে'

এবারও লিগ শিরোপা জুটবে না লিভারপুলের কপালে? ছবি : এএফপি
এবারও লিগ শিরোপা জুটবে না লিভারপুলের কপালে? ছবি : এএফপি
গত তিন দশক ধরে প্রিমিয়ার লিগের স্বাদ না পাওয়া ‘অল রেড’দের জন্য এবারই সবচেয়ে বড় সুযোগ প্রিমিয়ার লিগ জয়ের। তবে প্রিমিয়ার লিগের বাকি ১৯ দল এবার যা করতে পারেনি, তাই করে দেখিয়েছে করোনাভাইরাস, লিভারপুলের লিগ জয়ের স্বপ্নে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করছে এই 'অদৃশ্য' শত্রু


লিভারপুলের লিগ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। নয় ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পঁচিশ পয়েন্টে এগিয়ে ছিলেন সালাহ-ফন ডাইকরা। লিগ জয় নিশ্চিত করতে দরকার ছিল আর মাত্র দুই জয়। এখন ভাইরাসের কারণে সে লিগ স্থগিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আশঙ্কা সত্যি হলে এত কিছু করার পরেও লিগ জিতবে না লিভারপুল। কিন্তু প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ওয়াটফোর্ডের গ্রিক লেফটব্যাক হোসে হোলেবাস মনে করছেন, দুর্দান্ত এই দলটাকে লিগ শিরোপা দিয়ে পুরস্কৃত করা উচিত।

শুধু তাই-ই নয়। হোলেবাস দাবি করেছেন আরও একটা। লিভারপুলকে শিরোপা দেওয়ার পাশাপাশি চলতি মৌসুম বাতিল করারও দাবি জানিয়েছেন এই গ্রিক তারকা। তাঁর মতে বারবার লিগ স্থগিত করার সময়সীমা বাড়ানোর চেয়ে একেবারে মৌসুম বাতিল করে দেওয়াটাই সুবিধার কাজ, 'আমার মতে মৌসুম বাতিল করে দেওয়া উচিত। আমি এ ব্যাপারে একদম নিঃসন্দেহ। বারবার খেলার সময়সূচি পরিবর্তন করার কোনোই মানে দেখি না।'

কিন্তু লিগ মৌসুম বাতিল হলে লিভারপুল কীভাবে শিরোপা পাবে? সে ব্যাখ্যাও দিয়েছেন ওয়াটফোর্ডের এই লেফটব্যাক, 'আমার হাতে ক্ষমতা থাকলে আমি লিভারপুলকে লিগ শিরোপা দিয়ে দিতাম। কোনো ধরনের সন্দেহ ছাড়াই ওরা এই মৌসুমের এক নম্বর দল। তাই শিরোপাটা ওদের প্রাপ্য।'

লিভারপুলের শিরোপা জেতার বিষয়টা নিয়ে কারওর মনে কোনো সন্দেহ না থাকলেও, হোলেবাসের ওয়াটফোর্ডের ভবিষ্যৎ নিয়ে কিন্তু যথেষ্টই সন্দেহ আছে। ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৭ নম্বর স্থানে আছে তাঁরা। আর এক ধাপ পেছালেই অবনমনের খড়্গ। তাই হোলেবাস তো চাইবেনই লিগ যেন বাতিল হয়ে যায়!