ধোনি কেন অবসর নিচ্ছেন না, প্রশ্ন শোয়েবের

ধোনির বহু আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার। ফাইল ছবি
ধোনির বহু আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার। ফাইল ছবি
>মহেন্দ্র সিং ধোনির জায়গায় থাকলে অবসর নিয়ে নিতেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

‘ধোনিকে অবসরের জন্য চাপ দেওয়া ঠিক হবে না। তাঁর এখনো ভারতীয় দলে খেলার যোগ্যতা আছে’—গতকালই কথাটি বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ইংলিশ এই অধিনায়কের কথাটি যেন মাটিতেই পড়তে দিলেন না শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতি দানব উল্টো প্রশ্ন তুলেছেন, মহেন্দ্র সিং ধোনি কেন অবসরে যাচ্ছেন না?

২০১৯ বিশ্বকাপের পরেই সাবেক ভারতীয় অধিনায়কের অবসরে যাওয়া উচিত ছিল বলে মনে করেন শোয়েব। বিশ্বকাপের আগে থেকেই ধোনির পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। বিশ্বকাপের কয়েকটি ম্যাচে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। অনেকেই তো বিশ্বকাপের পরেই ভারতীয় জার্সিতে ধোনির শেষ দেখে ফেলেছিলেন।

তবে অবসর নিয়ে প্রকাশ্যে কখনো কিছুই বলেননি ধোনি। তবে শোয়েবের কথা, ‘মানুষটি (ধোনি) তাঁর সর্বোচ্চ দিয়েছে। মাথা উঁচু থাকা অবস্থায় তার অবসরে যাওয়া উচিত। আমি জানি না কেন সে অবসরে যাচ্ছে না। বিশ্বকাপের পরেই অবসরে যাওয়া উচিত ছিল।’

ধোনির সঙ্গে নিজের অবসরের তুলনাও টেনেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। ২০১১ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন শোয়েব। তবে চাইলে নাকি ক্যারিয়ার আরও লম্বা করতে পারতেন এক শ মাইল গতিতে বোলিং করা প্রথম ফাস্ট বোলার, ‘আমি যদি তাঁর জায়গায় থাকতাম বুট তুলে রাখতাম। আরও তিন-চার বছর ছোট পরিসরের খেলার সামর্থ্য থাকলেও শতভাগ উজাড় করে দিতে না পারায় আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি।’

ধোনির নেতৃত্বেই ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাঁর মতো খেলোয়াড়কে যোগ্য সম্মানের সঙ্গে বিদায় দেওয়া উচিত বলেও ভারতের সবাইকে মনে করিয়ে দিয়েছেন শোয়েব, ‘দেশের উচিত তাকে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বিদায় দেওয়া। তাকে সুন্দর একটি বিদায় জানানো উচিত। সে তোমাদের বিশ্বকাপ জিতিয়েছে এবং ভারতের জন্য অনেক সাফল্য বয়ে এনেছে। সে একজন ভালো মানুষও। কিন্ত এখন সে এক জায়গাতেই আটকে আছে।’

ভারতের জার্সিতে ধোনি শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।