আইপিএলকে কেউ 'না' বলতে পারবে না

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থগিত হয়েছিল আইপিএল। সেটির সময়সীমা ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। ভারতজুড়ে এখন চলছে ২১ দিনের লকডাউন। স্থগিত হওয়ার সময়ের তুলনায় গত কয়েক দিনে করোনা পরিস্থিতি আরও নাজুক, ভারতে তো বটেই, গোটা দুনিয়াতেই। এমন অবস্থায় আইপিএল নিয়ে গ্যাঁড়াকলে ভারত। অর্থকরী এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়া মানেই কোষাগারে টান। এটা তো বলেই দেওয়া হয়েছে, এ বছর আইপিএল যদি আদৌ মাঠে না গড়ায়, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষতির পরিমাণ ছুঁয়ে যাবে ৩ হাজার কোটি রুপি।

ব্যাপারটা এমন দাঁড়াবে, যে সিনিয়র ক্রিকেটারদের বেতন-ভাতাতেও টান পড়তে পারে। সবচেয়ে বড় কথা, আইপিএল না হলে ভারতের অনেক ঘরোয়া ক্রিকেটার, যাঁরা জাতীয় দলে খেলেন না বা কোনোভাবেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীনে নেই, তাঁরা মারাত্মক সমস্যায় পড়ে যাবেন। এই আইপিএলই তো তাঁদের রোজগারের বড় উৎস। তাই যেকোনো মূল্যেই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

আইপিএলের জন্য বিসিসিআই আইসিসিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর অনুরোধ করতে পারে, এমন খবরও চাউর হয়েছে। তবে সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন, আইপিএল এমন একটা জিনিস, যেটিকে উপেক্ষা করার অবস্থাতে কেউই নেই, ‘কোনো বিদেশি ক্রিকেটারই আইপিএলকে “না” বলতে পারবে না। অন্য সবার বেলাতেই এ কথাই প্রযোজ্য।’

আজহার মনে করেন, আইপিএল আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে কোনো বিরোধ নেই। দুটিই এ বছর করোনা-পরিস্থিতি ঠিক হয়ে গেলে আয়োজন করা সম্ভব। তবে আইপিএলটা এর আগেই আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন, ‘আমার মনে হয় অক্টোবরের তৃতীয় সপ্তাহে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওই সময় করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি। তবে আইপিএলটা এর আগেই আয়োজন করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মত।’

এদিকে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই আইপিএল নিয়ে বিসিসিআইয়ের কোনো একটা ঘোষণা আসতে যাচ্ছে।