'ধোনি এসেছিল নীরবে, যাবেও নীরবে'

ভারতের হয়ে হয়তো আর খেলা হবে না সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ফাইল ছবি
ভারতের হয়ে হয়তো আর খেলা হবে না সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ফাইল ছবি
>গত বছরের জুলাইয়ে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরে আছেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ভারতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল বটে। তবে আকাশ চোপড়ার বিশ্লেষণ বলছে, তা হয়তো আর হচ্ছে না

ধোনি! ধোনি! ধোনি! সেই ৯ জুলাই থেকে আর ক্রিকেট মাঠের ধার ঘেঁষেননি তিনি, তবু চারিদিকে যেন শুধু মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা।

সেই যে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু তাঁর অবসর নিয়ে আলোচনা, তাঁর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন, ভারতীয় দলে আর ফিরতে পারবেন কি না সে নিয়ে ফিসফিসানি যেন শেষই হওয়ার নয়। যে আলোচনায় সর্বশেষ যোগ দিলেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া। তাঁর কথা, ধোনি ভারতের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। তাঁর ক্রিকেটে আগমণ যেমন নীরবে হয়েছিল, সেভাবে নীরবেই বিদায় নিয়ে ফেলেছেন ধোনি।

এবারের আইপিএলে ভালো খেললে অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি আবার ভারতের হয়ে খেলবেন, এমন একটা গুঞ্জন অনেক শোনা গিয়েছিল। কিন্তু করোনাভাইরাস এসে আইপিএল স্থগিত করে রেখেছে, হয়তো আর না-ও হতে পারে। সে ক্ষেত্রে ধোনির আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না। বয়সও তো ৩৮ গড়িয়ে ৩৯-এর দিকে ছুটছে!

গত কদিনে শুধু ধোনিকে নিয়েই কতজন কথা বলেছেন। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের মনে হচ্ছে ধোনি আরও দুটি আইপিএল খেলবেন, আবার সাবেক ওপেনার গৌতম গম্ভীর বলে দিলেন, এবারের আইপিএল না হওয়া মানে ভারতীয় দলে ধোনির ফেরা আর হয়তো হবে না।

খেলা ছাড়ার পর বর্তমানে ধারাভাষ্য ও ইউটিউব-ফেসবুকে ক্রিকেট বিশ্লেষণে সুনাম কামানো আকাশ চোপড়ার মনে হচ্ছে, ধোনি নিজেই নীরবে সরে গেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজার সঙ্গে ইউটিউব ভিডিওতে আকাশ বলেছেন, ‘এমএস ধোনি কাউকে কিছু বলেনি (বিশ্বকাপের পর)। ওর দিক থেকে গল্পটা ভিন্ন। সবাই ভাবছে যে ও আইপিএলে ভালো করলে ভারতীয় দলে ফিরে আসবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ও ভারতের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছে ম্যানচেস্টারে, নিউজিল্যান্ডের বিপক্ষে (গত বিশ্বকাপে)।’

ধোনি নিজেই সরে গেছেন বোঝাতে বললেন, ‘ওই ম্যাচের পর থেকে ও নিজেই দল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। ওকে দল থেকে বাদ দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে, ও নিজেই মনে মনে এটা গুছিয়ে নিয়েছে যে ও আর ভারতের হয়ে খেলবে না।’

ধোনির দলে ফেরার একটা রাস্তা অবশ্য ঠিকই খোলা দেখছেন আকাশ, ‘যদি সৌরভ গাঙ্গুলী (ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি), বিরাট কোহলি (অধিনায়ক) বা রবি শাস্ত্রী (কোচ) ফোন করে ধোনিকে বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সাহায্য করতে, তাহলে অবশ্যই গল্পটা ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে হয়তো ও দলে ফিরতে পারে।’

তা না হলে? ক্যারিয়ারের প্রথম চার-পাঁচ মাসে অনেকটা পাদপ্রদীপের আড়ালে থাকা ধোনি যেমন নীরবে এসেছিলেন, সেভাবেই বিদায় নিলেন বলে মনে হচ্ছে আকাশের, ‘আমার মনে হচ্ছে, ধোনি হয়তো নিজেকে বলেই রেখেছে যে, ‘আমি আর খেলব না। আমার কোনো বিদায়ী ম্যাচের দরকার নেই। আমি নীরবে এসেছিলাম, নীরবেই বিদায় নেব।’