'সর্বকালের সেরা ফিনিশার ধোনি'

এক সেরা ফিনিশার হাসি বললেন ধোনি সর্বকালের সেরা ফিনিশার। ছবি: এএফপি
এক সেরা ফিনিশার হাসি বললেন ধোনি সর্বকালের সেরা ফিনিশার। ছবি: এএফপি

ব্যাট বা বলের শৈলীতে খেলায় উত্তেজনা আনা ক্রিকেটার ইতিহাস কম দেখেনি। চার-ছক্কার বন্যায় কিংবা সুইং-বাউন্সার বা স্পিনের বিষে ম্যাচের গল্প বদলে দেওয়ার ক্রিকেটারও অনেকই আছেন। কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বলে-রানের হিসেব কষে কষে, স্নায়ু নির্লিপ্ত রেখে দলকে জিতিয়ে নিয়ে আসা ক্রিকেটার? সে ‘ফিনিশার’দের সংখ্যা হাতে গোনা।

ভিভ রিচার্ডস, জাভেদ মিঁয়াদাদ, এবি ডি ভিলিয়ার্স, অরবিন্দ ডি সিলভা, মার্ক বাউচার, ল্যান্স ক্লুজনার, আবদুল রাজ্জাক, মাইকেল বেভান...এমন ফিনিশারদের তালিকায় অস্ট্রেলিয়ার মাইকেল হাসিও থাকবেন ভালোভাবেই। তবে অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যানের চোখে সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। সাবেক ভারত অধিনায়কের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন হাসি।

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে ইএসপিএন ক্রিকইনফোর ভিডিওকাস্টে এসে হাসি বলেছেন, ‘ক্রিকেট বিশ্বে জন্ম নেওয়া সর্বকালের সেরা ফিনিশার ধোনি।’ কেন, সে ব্যাখ্যায় অস্ট্রেলিয়ার হয়ে ধোনির বিপক্ষে আর আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির পাশেই খেলা হাসির কথা, ‘ধোনি মাথা ঠান্ডা রাখতে জানে। প্রতিপক্ষকে আগে হার মানতে বাধ্য করে। অবিশ্বাস্য জোর আছে ওর আছে। ও খুব ভালো করেই জানে, যখনই বাউন্ডারি পার করার দরকার হবে, সেটা ও করতে পারবে। এ রকম আত্মবিশ্বাস ওর। সত্যি বলতে আমার নিজের ওপর অতটা আত্মবিশ্বাস কখনো ছিল না।’

আইপিএলে একসঙ্গে খেলার সময়ে ধোনির কাছ থেকে কিছু শিখেছেন বলেও জানালেন হাসি। সেটি কী? ‘আমি সব সময় চেষ্টা করতাম এমনভাবে ব্যাটিং করতে যাতে শেষদিকে ওভারে ১২-১৩ রান দরকার না হয়। সেটা এমএসের (ধোনি) কাছেই শিখেছি। ও অবিশ্বাস্য। ও বিশ্বাসই করে, যে আগে প্যানিক করবে না সে-ই জিতবে। সে কারণে ধোনি মাথা ঠান্ডা রাখত, যেভাবে চলছে সেটা চলতে দিত। কারণ চাপ তো বোলারের ওপরও থাকে।’

গ্রেট খেলোয়াড় হতে কী লাগে, তা নিয়েও কথা হয়েছে ভিডিওর সে আলোচনায়। তাতে হাসির বিশ্লেষণ, ‘গ্রেট খেলোয়াড়েরা একটা হার নিয়ে বেশিক্ষণ পড়ে থাকে না। হারলে পরের ম্যাচের দিকে মনোযোগ দেয়। একটা হার বা জয়কে তাঁদের চিন্তায় প্রভাব ফেলতে দেয় না। সব সময়ই তাঁদের ভাবনা ধারাবাহিক, মাথা পরিষ্কার। সেটা এমএস ধোনিই হোক, বা রিকি পন্টিং।’