আফগানিস্তানে কিশোর ক্রিকেটারদের ওপর গুলি তালেবানদের

ক্রিকেট খেলায় আহত হলো আফগান কিশোর। ছবি: এএফপি
ক্রিকেট খেলায় আহত হলো আফগান কিশোর। ছবি: এএফপি
>করোনার সময় ক্রিকেট খেলতে গিয়ে আফগান কিশোররা শিকার হলো তালেবানদের হামলার

করোনাভাইরাসের কারণে লকডাউনে আছে পুরো বিশ্ব। আফগানিস্তানও ব্যতিক্রম নয়। অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন পর্যন্ত আফগানিস্তানে ৮৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ৩০ জন।

তবু করোনার ঝুঁকি তোয়াক্কা না করে আফগানিস্তানের লাঘমান প্রদেশের এক দল কিশোর নেমে পড়ে ক্রিকেট খেলতে। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে নয়, কিশোরদের ক্রিকেট খেলার মূল্য দিতে হলো গুলি খেয়ে। ক্রিকেট খেলায় ব্যস্ত কিশোরদের ওপর গুলি চালায় স্থানীয় তালেবান সদস্যরা। পরে আফগানিস্তান সেনা সদস্যরা এসে কিশোরদের উদ্ধার করে।

আফগানিস্তান সেনা সদস্যরা এক বিজ্ঞপ্তিতে জানায়, কারঘাই এলাকায় একদল কিশোর ক্রিকেট খেলছিল। তখনই তালেবান সেনারা কিশোরদের ওপর গুলি চালায়। এতে চারজন কিশোর আহত হয়। আহত কিশোরদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা নিয়ে এখনো মুখ খোলেনি তালেবান।