'উডস-ফেদেরার-ধোনিরা কখনো খেলা ভোলেন না'

ভারতের নীল জার্সি কি আবারও গায়ে ওঠাতে পারবেন ধোনি? ফাইল ছবি
ভারতের নীল জার্সি কি আবারও গায়ে ওঠাতে পারবেন ধোনি? ফাইল ছবি
>লম্বা একটা সময় মাঠে নেই মহেন্দ্র সিং ধোনি। তারপরও তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাবেন বলে বিশ্বাস ভারতের সাবেক পেসার লক্ষীপতি বালাজির

চ্যাম্পিয়নদের শেষ বলে কোনো কথা নেই। যখন-তখন যে কোনো পরিস্থিতিতে তাঁরা ঘুরে দাঁড়াতে পারেন, দলের জন্য যা কিছু করার প্রয়োজনীয় মুহূর্তে করে দিতে পারেন। সেই দক্ষতা আছে বলেই তো টাইগার উডস, রজার ফেদেরাররা অনন্য। আর সবার চেয়ে আলাদা।

ভারতের সাবেক পেসার ও আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষীপতি বালাজি নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার জন্য উডস-ফেদেরারদের কাতারেই দেখেন মহেন্দ্র সিং ধোনিকে। সর্বোচ্চ পর্যায়ে ভালো খেলার জন্য যাঁদের ম্যাচের মধ্যে থাকা লাগে না।

তো, ধোনির ম্যাচের মধ্যে থাকা না থাকার ব্যাপারটা আসছে কেন? ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে।এত দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। আইপিএলে খেলে ফর্মে থাকার প্রমাণ দিয়ে দলে ফেরার একটা সুযোগ ছিল তাঁর। কিন্তু করোনার কারণে আইপিএল না হওয়ায় ধোনির জাতীয় দলে আর না ফেরার শঙ্কা ঘনীভূত হয়েছে।

আর এখানেই ‘চ্যাম্পিয়ন’ ধোনিকে তুলে আনছেন বালাজি, ‘ছয় মাস ধোনির ক্রিকেটে না থাকা নিয়ে আমাদের কথা বলা বন্ধ করা উচিত। এটা বড় কোনো বিষয় নয়।’ এরপরই উডস,ফেদেরারকে টেনে আনলেন বালাজি, ‘যদি টাইগার উডস, ফেদেরারের দিকে দেখেন, তাহলে দেখা যাবে, তাঁরা বড় টুর্নামেন্ট খেলতে না পারার পরও ফিরে এসেছেন। খেলায় না থাকার অর্থ এই নয় যে তাঁরা খেলাটা ভুলে গেছেন। তাঁদের দক্ষতা পরিবর্তন হয় না। ধোনির ক্ষেত্রেও ব্যাপারটা তাই।’

তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ধোনির থাকা না থাকাটা নির্ভর করছে নির্বাচকদের হাতে। তবে ধোনির যে অন্যমাত্রার দক্ষতা, সেটার কারণেই তিনি নির্বাচকদের রাডারে থাকবেন বলে বিশ্বাস বালাজির, ‘যখন পরীক্ষিত পারফরমারদের ব্যাপারটা আসবে, তখন দেখতে হবে তাঁদের দক্ষতাটা কোন পর্যায়ের। ২৫ কিংবা ২৬ বছর বয়সে যেমন ছিলেন, এখন তেমন নন তিনি কিন্তু খেলাটার মনস্তাত্ত্বিক দিকটা দেখলে ধোনি আগের চেয়ে বেশি পরিপক্ব।’

চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে আটত্রিশ বছর বয়সী ধোনিকে দেখার অভিজ্ঞতার কথাও জানিয়েছে বালাজি, ‘চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ধোনিকে দেখে কখনোই আমার মনে হয়নি কোনো সময়ের জন্য তিনি খেলাটার বাইরে ছিলেন। অনুশীলনের প্রথম দিনও তাঁর মধ্যে কোনো জড়তা দেখা যায়নি। তাঁর শ্রেষ্ঠত্ব তো এখানেই। জাতীয় দলে তাঁর ফেরাটা পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের ওপর। কিন্তু আমাকে যদি বলেন বড় টুর্নামেন্টের জন্য আমি সব সময় ধোনিকেই বেছে নেব।’