স্মিথ আসায় কপাল পুড়ল ডি ককের?

গ্রায়েম স্মিথ। ছবি: এএফপি
গ্রায়েম স্মিথ। ছবি: এএফপি
>কুইন্টন ডি কককে টেস্ট দলের অধিনায়ক করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান বোর্ডের ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ।

এ বছরের জানুয়ারিতেই সাদা বলে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। নেতৃত্ব থেকে ফাফ ডু প্লেসি সরে দাঁড়ানোতেই তাঁর এই প্রাপ্তি। অনেকেই আবার ধরে নিয়েছিলেন প্রোটিয়াদের টেস্ট দলের দায়িত্বও শিগগিরই পেতে যাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু আগামী দুই বছরে অন্তত সেটা আর হচ্ছে না।

আসলে গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ক্রিকেট পরিচালক হওয়াতেই ডি ককের কপাল পুড়েছে । ক্রিকেট পরিচালক হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক আজ ঘোষণা দিয়েছেন—ডি কককে টেস্টের নেতৃত্ব আপাতত দেওয়া হচ্ছে না।

স্মিথ অবশ্য ডি ককের ভালোর জন্যই এটা করতে চাইছেন। আগামী দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ক্রিকেট পরিচালক হওয়া স্মিথ বলেছেন, ‘একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি যে কুইন্টন আমাদের সাদা বলের অধিনায়কই থাকবে। সে টেস্ট দলের নেতৃত্ব পাবে না। আমরা চাই কুইন্টন যেন সতেজ থেকে ভালো ক্রিকেট খেলতে পারে।’

আসলে স্মিথ যেটা চান সেটা হচ্ছে বেশি চাপ দিয়ে ডি কককে বিগড়ে না ফেলতে। নিজের অভিজ্ঞা থেকে স্মিথ বলেছেন, ‘আমি যেহেতু অধিনায়ক ছিলাম, সেখান থেকে আমার উপলব্ধি হয়েছে যে এক সঙ্গে তিন সংস্করণে অধিনায়কত্ব করাটা খুব চ্যালেঞ্জিং। কোন ব্যাপারটা ভালো হয় তা বোঝার চেষ্টা অনেক দেশকেই করতে দেখছি। আমার কাছে মনে হচ্ছে তিন সংস্করণে একজনকেই অধিনায়ক রাখার বিষয়টি হয়তো খুব ভালোভাবে কাজ করছে না।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৭টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলা ডি ককের মাঝে অনেক সম্ভাবনা দেখছেন স্মিথ। খুব বেশি চাপ দিয়ে সেটা অকালেই নষ্ট করে দেওয়ার পক্ষে নন সাবেক প্রোটিয়া অধিনায়ক, ‘পরিশ্রম আর মানসিক সামথ্যের্র বিষয় চিন্তা করে মনে হয়েছে তাকে (ডি কক) তিন সংস্করণে অধিনায়ক করাটা আমাদের জন্য লাভজনক নয়। আর সে যে ধরনের খেলোয়াড় ও ব্যক্তিত্বের অধিকারী তাতে আমাদের মনে হয়েছে ওকে নিজেকে মেলে ধরার আরও সুযোড়গ দেওয়া দরকার।’