ভয় কাটছে না উইলিয়ানের

উইলিয়ান। ছবি: এএফপি
উইলিয়ান। ছবি: এএফপি

দিনে দিনে বাড়ছে ক্ষতির অঙ্কটা। কত দিন আর এভাবে খেলা বন্ধ রেখে বসে থাকা যায়! ইংলিশ প্রিমিয়ার লিগ হয়তো আগামী মাসেই আবার মাঠে গড়াবে। তবে সেটা হলেও হবে দর্শকশূন্য মাঠে। কিন্তু দর্শকশূন্য মাঠে খেলা হওয়ার বিষয়টিতেও ভয়ে আছেন উইলিয়ান। চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কথা—খেলোয়াড়দের মধ্যেও তো একজন থেকে আরেকজনের দেশে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস!

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছে, ‘আমরা যদি দর্শকশূন্য মাঠেও খেলা শুরু করি তাহলেও তো আমাদের খেলোয়াড়দের গায়ে গা লাগবেই। এমনও হতে পারে যে আমরাই আমাদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে দেব।’

লিগ শুরু আর শেষ করার তাগিদটা উইলিয়ানও বুঝতে পারেন। তবে সবাইকে আরেকটু সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান প্লেমেকার, ‘পরিকল্পনাটা খারাপ নয়। কিন্তু কর্তৃপক্ষকে খুব ভালোভাবে বুঝতে আর জানতে হবে আসলে কী হতে যাচ্ছে। এমন তো হতেই পারে কোনো একজন খেলোয়াড়ের মাঝে ভাইরাসটির সংক্রমণ আছে। আর আমরা একে অপরের বিপক্ষে খেলব। ব্যাপারটা একবার ভেবে দেখুন। আপনি বুঝতেই পারবেন না কী থেকে কী হয়ে যাবে!’

এ ক্ষেত্রে খেলোয়াড়দের পরিবারও ঝুঁকিতে থাকবে বলে মনে করেন সম্প্রতি লন্ডন থেকে সাও পাওলোতে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া উইলিয়ান, ‘ধরুন আমি ভাইরাসের সংক্রমণ আছে এমন একজনের বিপক্ষে খেললাম। তার থেকে আমি সংক্রমিত হব। আমি বাড়ি যাব আর পরিবারের সদস্যদের সংস্পর্শে আসব। সেখান থেকে আমি ভাইরাসের সংক্রমণ আমি আমার স্ত্রী ও মেয়ের মাঝে ছড়িয়ে দেব। তাই বিষয়টি নিয়ে আমাদের আরও সতর্কতার সঙ্গে ভাবতে হবে।’