আইপিএলের সঙ্গে দ্বন্দ্বে যেতে চায় না সিপিএল

আইপিএল আয়োজনের নতুন সূচি ঝামেলায় ফেলে দিতে পারে অন্য লিগগুলোকে। ছবি: এএফপি
আইপিএল আয়োজনের নতুন সূচি ঝামেলায় ফেলে দিতে পারে অন্য লিগগুলোকে। ছবি: এএফপি

ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ফলে হাল ছেড়ে দিয়ে আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আশা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আইপিএল আয়োজনের চেষ্টা করা যেতে পারে। কিন্তু সেপ্টেম্বরেই সূচি ঠিক করা আছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল)। এ অবস্থায় সূচি নিয়ে আইপিএলের সঙ্গে দ্বন্দ্বে যেতে ভয় পাচ্ছে সিপিএল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেছেন, 'আমরা এর বিরুদ্ধে যাব না। আমরা জানি বিসিসিআই এসব ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী, তবু অন্যান্য খেলোয়াড় ও লিগ কী করছে সেটা মাথায় রাখা উচিত। আমার ধারণা আইপিএলও তাদের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের দেখতে চাইবে।'

ওয়েস্ট ইন্ডিয়ান তারকাদের পেতে চাইলে যে সিপিএলের সময়ে আইপিএল আয়োজন করা ঠিক হবে না সেটা জানিয়ে দিয়েছেন রাসেল, 'একই সময়ে টুর্নামেন্ট আয়োজন করার কোনো অর্থ হয় না। কারণ ওদের অনেক তারকাই তখন এখানে খেলবে। এর ফলে তো মূল উদ্দেশ্যই নষ্ট হবে। আমার মনে হয় না তাদের এটা দরকার হবে। আমি নিশ্চিত তারা অন্য কোনো সময় খুঁজে নিতে পারবে।'

সেপ্টেম্বরে সিপিএল হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ তখনো থামবে কি না সেটা বলা সম্ভব হচ্ছে না। রাসেল অবশ্য আশাবাদী এরই মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, 'ক্যারিবীয় অঞ্চল আগেই লকডাউন করে ফেলাটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। যুক্তরাজ্যে যেমন প্রকট আকার ধারণ করেছে, এখানে তেমনটা নয়। আমরা এখন ভেবে দেখছি কী হতে পারে, কী পারে না। তবে ভাগ্য ভালো, আমাদের হাতে এখনো সময় আছে। এখনই সিদ্ধান্ত নিতে হবে না।'