ইতিহাস বদলে দেওয়া এক ভুল

ওল্ডফিল্ডের ডিসমিসাল কি একটি কমে যাবে? ফাইল ছবি
ওল্ডফিল্ডের ডিসমিসাল কি একটি কমে যাবে? ফাইল ছবি

করোনা-কালে সময় কাটানোর আরও কাছের মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। ঘরে বসে খেলাপ্রেমীরা সেখানে দেখছেন ইতিহাসের পুরোনো সব চিত্র। তেমনি এক ম্যাচ দেখতে গিয়ে গত সাড়ে তিরাশি বছরব্যাপী বয়ে চলা ভুল ধরিয়ে দিলেন এক ক্রিকেট পরিসংখ্যানবিদ। অবশ্য বিষয়টি এখনো পুরো নিশ্চিত নয়। আরও গভীরে খোঁড়াখুঁড়ি করলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি মোহনদাস মেনন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ পরিচিত এই ভারতীয়। ১৯৩৬-৩৭ মৌসুমে অ্যাশেজ সিরিজের ভিডিও দেখতে বসেছিলেন তিনি। ভুলটা ধরে ফেলেন ব্রিসবেনে প্রথম টেস্টের ভিডিওতে। সেই টেস্টে ‘স্টিকি’ উইকেটে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড।

শুরু থেকেই ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার বিপক্ষে সমস্যায় পড়েছিল গাবি অ্যালেনের ইংল্যান্ড। প্রথম বলেই ওপেনার স্টান ওরথিংটনকে ‘ডাক’ উপহার দিয়ে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন পেসার আর্নি ম্যাককরমিক। তাঁর বলে ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ড। তিনে ব্যাটিংয়ে নামেন আর্থার ফ্যাগ। ৪ রান করে তিনি ম্যাককরমিকের বলে আউট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে। স্কোরকার্ডে লেখা হয় ফ্যাগ ক ওল্ডফিল্ড ব ম্যাককরমিক।

ভুলটা এখানে বলেই মনে করছেন মেনন। সেই ম্যাচের ভিডিওতে তিনি দেখেন ম্যাকরমিকের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ফ্যাগ, উইকেটরক্ষকের কাছে নয়। কাল তিনি টুইট করেন,
‘১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজ দেখতে গিয়ে-১৯৩৬ ব্রিসবেনে প্রথম টেস্ট- একটি বিষয় ধরা পড়ল। প্রথম ইনিংসে আর্থার ফ্যাগ শর্ট মিড উইকেটে ফিল্ডারকে ক্যাচ দিয়ে আউট হন। উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ডের কাছে নয়। কিন্তু এই সাড়ে ৮৩ বছরে প্রায় সব সূত্রের স্কোরকার্ডেই লেখা হয়েছে ‍"ক্যাচ ধরেছে ওল্ডফিল্ড।" ভুলটা ঠিক করার এখনই সময়।’

ভারতীয় সংবাদমাধ্যম ‌‘মিড ডে'-র প্রতিবেদক এ নিয়ে যোগাযোগ করেছিলেন মেননের সঙ্গে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ভিডিওটির সঙ্গে স্কোরকার্ড কীসের ভিত্তিতে মিলিয়ে দেখলেন? মেনন বলেন, ‘পুরোনো ম্যাচ দেখতে বসলে স্কোরকার্ড প্রস্তুত রাখি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করা অচেনা ক্রিকেটারদের চিনতে পারি।’

এমনও হতে পারে, ভিডিওটি ধারণ করা প্রযোজকেরা দেখিয়েছেন ভুল ব্যাটসম্যানকে। স্কোরকার্ডে সঠিক তথ্যই সংরক্ষণ করা হয়েছে। সাম্প্রতিককালে ডন ব্র্যাডম্যানের রঙিন এক ফুটেজ (১৯৪৯, সিডনিতে) নিজ গ্যারেজে আবিষ্কার করেছেন এক অস্ট্রেলিয়ান। এমন উৎসাহী কেউ এ নিয়ে খোঁড়াখুঁড়ি করলে হয়তো বেরিয়ে আসবে সঠিক তথ্য। ভিডিওটি দেখে আপাতত স্কোরকার্ডকে কিন্তু ভুল বলেই মনে হয়।

মেননের টুইটারে ম্যাচের <p%20lang="en"%20dir="ltr">While%20watching%20the%201936/37%20<a%20href="https:/twitter.com/hashtag/Ashes?src=hash&ref_src=twsrc%5Etfw">#Ashes%20series%20-%20the%201st%20Test%20at%20Brisbane,%20I%20find%20that%20Arthur%20Fagg%20in%20the%20first%20innings%20was%20caught%20by%20a%20fielder%20at%20short%20mid-wicket%20and%20not%20by%20keeper%20Bert%20Oldfield.%20But%20all%20sources%20in%20the%20last%2083%20years%20say%20'caught%20Oldfield'.%20<a%20href="https:/t.co/KGwyKThqgQ">pic.twitter.com/KGwyKThqgQ

—%20Mohandas%20Menon%20(@mohanstatsman)%20<a%20href="https:/twitter.com/mohanstatsman/status/1251057553825390595?ref_src=twsrc%5Etfw">April%2017,%202020%20<script%20async%20src="https:/platform.twitter.com/widgets.js"%20charset="utf-8">" target="_blank">ভিডিও লিংক: