কথার লড়াইয়ে গম্ভীর-আফ্রিদি

শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীর
শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীর
>সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেন না। এবারও তাই হলো। নতুন করে কথার যুদ্ধে জড়ালেন গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদি

গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদি ক্রিকেট মাঠে একজন আরেকজনকে দেখতে পারতেন না। খেলোয়াড়ি জীবন শেষ। এখনো সেই তেজ রয়ে গেছে। সুযোগ পেলেই একজন আরেকজনের সমালোচনা করে বসেন। সম্প্রতি দুই পক্ষ আবারও একে অপরের সমালোচনা করে আলোচনায় এসেছেন।

পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি তাঁর বইয়ে গম্ভীরকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘সে ক্রিকেট মহানদের তালিকার ধারে কাছেও নেই। কিন্তু সে নিজেকে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিশ্রণ মনে করে। তাঁর কোন ভালো রেকর্ডই নেই।’ গম্ভীরের আচরণ নিয়েও আফ্রিদির সমস্যা, ‘ওর আচরণে সমস্যা আছে। কোন ব্যক্তিত্ব নেই তাঁর।’

আফ্রিদির এমন মন্তব্যের পর তো চুপ থাকা যায় না। গম্ভীরের মতো আক্রমণাত্মক ক্রিকেটারের ক্ষেত্রে তো আরও আগে না। আজ টুইটারে আফ্রিদির মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘যে নিজের বয়সই মনে রাখতে জানে না সে কীভাবে আমার রেকর্ড মনে রাখবে। আফ্রিদিকে মনে করিয়ে দিচ্ছি, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান—গম্ভীর ৫৪ বলে ৭৫ রান আর আফ্রিদি ১ বলে ০ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা সেদিন শিরোপা জিতেছি। আর হ্যাঁ, আমার সব সময় মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক ও সুযোগসন্ধানীদের সঙ্গে সমস্যা ছিল।’