টেনিস রেখে 'পোশাক পোশাক' খেলা

স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়ের সঙ্গে খেলছেন অ্যান্ডি মারে। ছবি: ইনস্টাগ্রাম
স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়ের সঙ্গে খেলছেন অ্যান্ডি মারে। ছবি: ইনস্টাগ্রাম

বয়স এখন তাঁর ‌‌‌‌‘মাত্র’ ৩২ বছর। এই বয়সেই টেনিস জীবনের যবনিকার কথা ভাবছেন অ্যান্ডি মারে। যে কোনো খেলার খেলোয়াড়ের জন্যই ৩২ বছর বয়সটা নেহাত কম নয়। কিন্তু এরপরও এখানে মাত্র বলার কারণ একটাই, ৩৮ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। কিন্তু মারের পক্ষে সেটা সম্ভব না হওয়ার কথা। চোট যে সেই কবে থেকেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাঁকে।

বয়স যাই হোক, ভবিষ্যতে আর কোর্টে ফিরুন বা নাই ফিরুন; করোনাভাইরাসের এই সময়ে মারেকেও থাকতে হচ্ছে ঘরবন্দী। কঠিন এই সময়টা কাটাতে তিনিও বেছে নিয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে থাকার পথ।

এরই অংশ হিসেবে মেয়ের সঙ্গে একটি খেলা খেলছেন মারে। পোশাক পোশাক খেলা। মেয়ে তাঁকে অন্য রকম সাজে সাজতে বলেছে। মারেও স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক কিল্ট (অনেকটা স্কার্টের মতো) পরেছেন। এতে কী সমস্যায় পড়েছেন ইনস্টাগ্রামে নিজের কিল্ট পরা একটি ছবি দিয়ে সেটাও জানিয়েছেন মারে, ‌‘যখন আপনার মেয়ে পোশাক পরতে বলবে আর আপনি সেটি পরার পর বলবে “বাবা, এটা তো স্কার্ট’’, তখন কেমন লাগবে! আমি যতই ওকে বোঝাচ্ছি এটা কিল্ট, ও বলেই যাচ্ছে এটা স্কার্ট।’